EPFO: জুন থেকেই ATM-UPI দিয়েও তোলা যাবে PF-র টাকা, সর্বাধিক কত তুলতে পারবেন?
EPF Withdrawal Limit: চলতি বছরের মে মাসের শেষ ভাগ বা জুন মাসের শুরু থেকেই প্রভিডেন্ট ফান্ডের টাকা ইউপিআই ও এটিএম থেকে তোলা যাবে। সরাসরি ইউপিআই অ্যাপ থেকেই পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স দেখা যাবে।

নয়া দিল্লি: ইপিএফও গ্রাহকদের জন্য বড় খবর। বদলে যাচ্ছে পিএফের খোলনচে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন আনতে চলেছে যুগান্তকারী এক নতুন সিস্টেম। এবার ইউপিআই (UPI)-র মাধ্যমেও তোলা যাবে প্রভিডেন্ট ফান্ডের টাকা। কত টাকা তোলা যাবে পিএফ অ্যাকাউন্ট থেকে, তাও জানালেন শ্রম মন্ত্রকের সচিব।
ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া সুপারিশে সম্মতি দিয়েছে শ্রম মন্ত্রক। আগামী জুন মাস থেকেই ইপিএফে নতুন সিস্টেম বা ব্যবস্থা চালু হতে চলেছে। জুন মাস থেকেই ইউপিআই এবং এটিএমের মাধ্যমে প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে পারবেন।
সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে শ্রম মন্ত্রকের সেক্রেটারি সুমিতা দাওরা বলেন যে চলতি বছরের মে মাসের শেষ ভাগ বা জুন মাসের শুরু থেকেই প্রভিডেন্ট ফান্ডের টাকা ইউপিআই ও এটিএম থেকে তোলা যাবে। সরাসরি ইউপিআই অ্যাপ থেকেই পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স দেখা যাবে।
তিনি আরও জানান, অটোমেটেড সিস্টেমের মাধ্যমে পিএফের গ্রাহকরা তৎক্ষণাৎ ১ লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন। গ্রাহকরা চাইলে অন্য ব্যাঙ্কেও পিএফের ফান্ড ট্রান্সফার করা যাবে। ক্লেম প্রসেসিংয়ের সময়ও কমিয়ে দেওয়া হয়েছে। এবার পিএফের টাকা তোলার আবেদন করলে, মাত্র তিনদিনের মধ্যে তা অ্যাপ্রুভ হয়ে যাবে। বর্তমানে ৯৫ শতাংশ ক্লেমই অটোমেটেড হয়ে গিয়েছে। আগামিদিনে এই প্রক্রিয়া আরও সহজ করা হবে।
শ্রম মন্ত্রকের সেক্রেটারি জানান, গ্রাহকদের আরও সুবিধার জন্যই এই ব্যবস্থা করা হচ্ছে। এবার থেকে পিএফ গ্রাহকরা সহজেই বাড়ি তৈরি, উচ্চশিক্ষা ও বিয়ের জন্য টাকা তুলতে পারবেন।
শুধুমাত্র পিএফের সক্রিয় গ্রাহকই নয়, পেনশনভোগীদের জন্যও সুখবর রয়েছে। গত ডিসেম্বর থেকে ৭৮ লক্ষ পেনশনভোগী যে কোনও ব্যাঙ্কের ব্রাঞ্চ থেকে টাকা তুলতে পারছেন। এতে তাদের ব্যাপক সুবিধা হয়েছে।
প্রসঙ্গত, বর্তমানে সাড়ে সাত কোটিরও বেশি সক্রিয় গ্রাহক রয়েছে ইপিএফও-র। প্রতি মাসেই নতুন করে ১০ থেকে ১২ লক্ষ সদস্য যোগ হচ্ছে তাতে।





