Explained, DeepSeek R1 AI: ডিপসিক কী? চিনা AI-এ কেন কাঁপছে আমেরিকা? ভারতে কী প্রভাব?

Chinese AI: চিনের একটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সংস্থা ডিপসিক মাত্র ১ সপ্তাহ আগেই লঞ্চ করেছে R1 নামক তাদের একটি এআই মডেল। আর তার ধাক্কায় হাহাকার ওয়াল স্ট্রিটে। তবে কি AI-এর যুদ্ধে জিতে যাচ্ছে চিন? টেক অ্যানালিস্টরা বলছেন ডিপসিক R1 চ্যাট জিপিটির মতো একই লেভেলের পারফর্ম করছে।

Explained, DeepSeek R1 AI: ডিপসিক কী? চিনা AI-এ কেন কাঁপছে আমেরিকা? ভারতে কী প্রভাব?

Jan 29, 2025 | 10:22 PM

ইলেকট্রনিক গ্যাজেট থেকে অটোমোবাইল ইন্ডাস্ট্রি, সর্বত্র নিজেদের একচ্ছত্র আধিপত্য কায়েম করার পর এবার ড্রাগনের দেশের নজরে কৃত্রিম বুদ্ধিমত্তা। চিনের একটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সংস্থা ডিপসিক মাত্র ১ সপ্তাহ আগেই লঞ্চ করেছে R1 নামক তাদের একটি এআই মডেল। চিনা হেজ ফান্ড সংস্থা হাই ফ্লায়ারের মালিকানাধীন এই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মটির কারণে ধাক্কা খেয়েছে সিলিকন ভ্যালি, গত দু-এক দিনে গোটা বিশ্বের নজর নিজের দিকে ঘুরিয়ে নিয়েছে এই ডিপসিক। শেয়ার বাজার থেকে ‘উধাও’ হয়ে গেল কয়েক বিলিয়ন ডলার! ২৪ জানুয়ারি শুক্রবার বাজার বন্ধের সময় S&P 500 সূচক ৬,১০০ পয়েন্টে বন্ধ হয়। সেই সূচক ২৭ জানুয়ারি...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন