
এপ্রিল মাসে ২২ তারিখ, ভারত ও কাশ্মীরের ইতিহাসে এক কালো দিন। পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ভারতীয় পর্যটকদের নাম, ধর্ম জিজ্ঞাস করে তাদের গুলি করে হত্যা করেছিল পাকিস্তানি জঙ্গিরা। পাকিস্তান ভেবেছিল এইভাবে ভারতের অভ্যন্তরে ধর্মীয় বিভাজন তৈরি করবে। আর যার প্রভাব পড়বে কাশ্মীর থেকে ভারতের অর্থনীতি, সর্বত্র। কিন্তু পাকিস্তান তাদের এই নোংরা খেলায় সফল হয়নি। তারপরই পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর লঞ্চ করে ভারতীয় সেনা। আর সেই অপারেশনের মধ্যেই পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ফেলা হয়। পাকিস্তানের এই চক্রান্ত সফলভাবে যখন রুখে দিয়েছে ভারত। তখনই ভারতের কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়েছে আসমুদ্র হিমাচল। বিরোধী দলগুলোও দেশের নিরাপত্তার ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে নিঃশর্ত ভাবে সমর্থন করেছে। আর অপারেশন সিঁদের সঙ্গে সঙ্গেই যে কখন কাশ্মীরে ‘অপারেশন উন্নয়ন’ শুরু হয়ে গিয়েছে, তা বুঝতেও দেয়নি কেন্দ্রীয় সরকার। ...