PM Kisan : নতুন বছরে কৃষকদের জন্য উপহার মোদী সরকারের, কবে মিলবে পিএম কিষাণের টাকা?
PM Kisan : নতুন বছরেই কৃষকদের জন্য মোদী সরকারের উপহার আসতে চলেছে। ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে পিএম কিষাণের ১৩ তম কিস্তির টাকা ঢুকবে সুবিধাভোগীদের অ্য়াকাউন্টে।

গ্রাফিক্স সৌজন্যে: অভিজিৎ বিশ্বাস
- পিএম কিষাণ যোজনায় আধার কার্ড, পরিচয়পত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক, মোবাইল নম্বর, ঠিকানার শংসাপত্র, পাসপোর্ট সাইজের ছবি, জমির কাগজপত্র আইডি প্রুফ, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি ইত্যাদি আপলোড করতে হবে।
- মোবাইলে পিএম কিষাণ মোবাইল অ্য়াপ ডাউনলোড করতে হবে। এই মোবাইল অ্যাপটি ইংরেজি, হিন্দি, গুজরাটি, মালায়লাম, মারাঠি, তামিল, খাসি ও গাড়ো ভাষায় ডিজাইন করা হয়েছে। তারপর নিজের ভাষা নির্বাচন করুন। এখন অ্যাপটিতে New Farmer Registration বা New Farmers Registration অপশনে যান । সেখানে আপনার আধার কার্ডের নম্বর লিখুন। এরপর একটি আবেদনপত্র আসবে। তা পূরণ করে জমা দিতে হবে কৃষকদের।
- এবার কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরও সহজতর করেছে কেন্দ্রীয় সরকার। এখন কৃষকরা চাইলে ঘরে বসেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে ২ হাজার টাকা পেতে পারেন। কীভাবে করবেন রেজিস্ট্রেশন জেনে নিন।
- এখনও পর্যন্ত এই প্রকল্পের অধীনে মোট ১২ টি কিস্তি দেওয়া হয়েছে সুবিধাভোগীদের। শেষ কিস্তিতে মোট ৮ কোটির বেশি কৃষকের হাতে ১৬ হাজার কোটি টাকা হস্তান্তর করা হয়েছে। এখন পালা ১৩ তম কিস্তির। খুব শীঘ্রই ১৩ তম কিস্তির ২ হাজার টাকা সুবিধাভোগীদের ব্যাঙ্কের অ্য়াকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। তবে এখনও অনেকেই এর জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি।
- দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই যোজনার আওতায় সুবিধাভোগী কৃষকদের অ্য়াকাউন্টে প্রতি বছর সরাসরি ৬ হাজার টাকা করে দেয় কেন্দ্রীয় সরকার। তিনটি কিস্তিতে এই টাকা দেওয়া হয়ে থাকে।





