Festive Special Train: দুর্গাপুজো থেকে ক্রিসমাস- ট্রেনে এবার কনফার্ম টিকিট পাবেনই, বড় ঘোষণা রেলের

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 04, 2024 | 7:31 PM

Indian Railways: উৎসবের মরশুমে অনেকেই ঘুরতে যান। আবার যারা বাড়ির বাইরে থাকেন, তারা এই সময়ে বাড়ি ফেরেন। ফলে স্বাভাবিকভাবেই দূরপাল্লার ট্রেনগুলিতে ব্যাপক ভিড় হয়। রিজার্ভেশন তো দূর, তৎকালেও টিকিট মেলে না।

Festive Special Train: দুর্গাপুজো থেকে ক্রিসমাস- ট্রেনে এবার কনফার্ম টিকিট পাবেনই, বড় ঘোষণা রেলের
ফাইল ছবি
Image Credit source: Getty Image

Follow Us

নয়া দিল্লি: উৎসবের মরশুম চলছে। আর দিন কয়েক পরই দুর্গাপুজো। তারপরই রয়েছে দীপাবলি, ভাইফোঁটা, বড়দিনের ছুটি রয়েছে। উৎসবের মরশুমে অনেকেই ঘুরতে যান। আবার যারা বাড়ির বাইরে থাকেন, তারা এই সময়ে বাড়ি ফেরেন। ফলে স্বাভাবিকভাবেই দূরপাল্লার ট্রেনগুলিতে ব্যাপক ভিড় হয়। রিজার্ভেশন তো দূর, তৎকালেও টিকিট মেলে না। তবে এবার উৎসবের মরশুমে বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে। দুর্গাপুজো, দীপাবলিতে আর ট্রেনের টিকিট পেতে সমস্যা হবে না। কী সেই সিদ্ধান্ত? জেনে নিন…

উৎসবের মরশুমে ভিড় সামলাতেই দক্ষিণ-পূর্ব রেলওয়ে বিশেষ ব্যবস্থা নিয়েছে। চালানো হবে অতিরিক্ত ট্রেন। পাশাপাশি অতিরিক্ত কোচও সংযোজন করা হবে বিভিন্ন ট্রেনে। জানা গিয়েছে, চক্রধরপুর রেলওয়ে ডিভিশন ও রাঁচি ডিভিশনের মধ্যে ৩ অক্টোবর থেকে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। ট্রেনে অতিরিক্ত কোচও যোগ করা হবে। ফলে যাত্রীরা এবার নিশ্চিত টিকিট পাবেন।

কোন কোন ট্রেনে অতিরিক্ত কোচ বসানো হবে?

  • আগামী ৩ অক্টোবর থেকে ১৫ অক্টোবর, হাওড়া-জগদ্দলপুর সম্বলেশ্বরী এক্সপ্রেসে অতিরিক্ত একটি স্লিপার কোচ বসানো হবে।
  • ৩ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত জগদ্দলপুর-হাওড়া সম্বলেশ্বরী এক্সপ্রেসে একটি অতিরিক্ত স্লিপার কোচ যোগ করা হবে।
  • ৩ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত টাটানগর-যশবন্তপুর সাপ্তাহিক এক্সপ্রেসের একটি অতিরিক্ত স্লিপার কোচ যোগ করা হবে।
  • ৩ অক্টোবর থেকে ১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত, যশবন্তপুর-টাটানগর সাপ্তাহিক এক্সপ্রেসে একটি অতিরিক্ত স্লিপার কোচ বসানো হবে।
  • ৩ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ট্রেন নং ১৮১০৫ রাউরকেল্লা-জয়নগর এক্সপ্রেসে  একটি অতিরিক্ত স্লিপার কোচ থাকবে।
  • ৩ অক্টোবর থেকে ১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত ট্রেন নম্বর ১৮১০৬ জয়নগর-রাউরকেল্লা এক্সপ্রেস একটি অতিরিক্ত স্লিপার কোচ থাকবে।
  • ৩ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রাউরকেল্লা-জগদ্দলপুর এক্সপ্রেসে একটি অতিরিক্ত স্লিপার কোচ থাকবে।
  • ৩ অক্টোবর থেকে ১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত জগদ্দলপুর-রাউরকেলা এক্সপ্রেসে একটি অতিরিক্ত স্লিপার কোচ থাকবে।
  • ৩ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রাউরকেল্লা-গুণপুর এক্সপ্রেসে একটি অতিরিক্ত স্লিপার কোচ বসানো হবে।
  • ৩ অক্টোবর থেকে ১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত গুনপুর-রাউরকেল্লা এক্সপ্রেসে একটি অতিরিক্ত স্লিপার কোচ বসানো হবে।
  • ৩ অক্টোবর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত রাঁচি-আরা এক্সপ্রেসে একটি অতিরিক্ত স্লিপার কোচ বসানো হবে।
  • ৩ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আরা-রাঁচি এক্সপ্রেসে একটি অতিরিক্ত স্লিপার কোচ থাকবে।
  • ৩ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রাঁচি-গোড্ডা এক্সপ্রেসে একটি অতিরিক্ত স্লিপার কোচ বসানো হবে।
  • ৩ অক্টোবর থেকে ১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত গোড্ডা-রাঁচি এক্সপ্রেসে একটি অতিরিক্ত স্লিপার কোচ বসানো হবে।

Next Article