Home Loan At Lowest Interest Rate : হোমলোন নেবেন ভাবছেন? এই ব্যাঙ্কগুলিতে সবচেয়ে কম সুদের হার, দেখে নিন তালিকা

Home Loan At Lowest Interest Rate : আরবিআই রেপো রেট বৃদ্ধি করার ফলে গৃহ ঋণের ক্ষেত্রে সুদের হার বেড়েছে। এই পরিস্থিতিতে বেশ কিছু বেশ কম সুদের হারে হোমলোন দিচ্ছে।

Home Loan At Lowest Interest Rate : হোমলোন নেবেন ভাবছেন? এই ব্যাঙ্কগুলিতে সবচেয়ে কম সুদের হার, দেখে নিন তালিকা
ছবি- প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 03, 2022 | 8:50 AM

দেশে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক গত দুই মাসে দুই দফায় রেপো রেট বৃদ্ধি করেছে। মোট ৯০ বেসিস পয়েন্ট রেপো রেট বৃদ্ধি করেছে আরবিআই। স্বভাবতই এরপর বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি গৃহ ঋণ ও বাড়ি ঋণের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করেছে। বেড়েছে EMI-র পরিমাণ। ফলে চাপ বেড়েছে ঋণগ্রহীতাদের উপর। বর্তমানে অনেকেই স্বপ্নের গাড়ি, বাড়ি কেনার জন্য ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে থাকেন। তবে ঋণের উপর ব্য়াঙ্কের সুদের হার বৃদ্ধিতে ফাঁপরে পড়েছেন ঋণগ্রহীতারা। এমতাবস্থায় অপেক্ষাকৃত কম সুদের হারের গৃহ ঋণ ও গাড়ি ঋণের খোঁজে গ্রাহকরা। এই পরিস্থিতিতে অন্য়ান্য ব্যাঙ্কের তুলনায় কম সুদের হারে ঋণ দিচ্ছে বেশ কয়েকটি ব্যাঙ্ক। সেই তালিকায় রয়েছে ইন্ডিয়ান ওভারসিস ব্য়াঙ্ক, এসবিআই, সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া, এলআইসি হাউসিং ফিন্যান্স, ব্যাঙ্ক অব মহারাষ্ট্র, ব্যাঙ্ক অব বরোদা। এই ব্যাঙ্কগুলি

ইন্ডিয়ান ওভারসিস ব্য়াঙ্ক :

বর্তমানে গৃহ ঋণের ক্ষেত্রে সবথেকে কম সুদের হারে ঋণ দিয়ে থাকে এই ব্যাঙ্ক। ২০ বছরের মেয়াদের ৭৫ লক্ষ টাকার হোম লোনে ৭.১৫ শতাংশ সুদ ধার্য করে।

সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া :

২০ বছরের মেয়াদের ৭৫ লক্ষ টাকার হোম লোনে ৭.২ শতাংশ সুদ ধার্য করে। এক্ষেত্রে EMI হয় ৫৯ হাজার ৫১ টাকা।

ব্যাঙ্ক অব মহারাষ্ট্র :

২০ বছরের মেয়াদের ৭৫ লক্ষ টাকার হোম লোনে ৭.৩ শতাংশ সুদ ধার্য করে। এক্ষেত্রে EMI হয় ৫৯ হাজার ৫০৬ টাকা।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক :

২০ বছরের মেয়াদের ৭৫ লক্ষ টাকার হোম লোনে ৭.৪ শতাংশ সুদ ধার্য করে। এক্ষেত্রে EMI হয় ৫৯ হাজার ৯৬২ টাকা।

ব্যাঙ্ক অব বরোদা :

২০ বছরের মেয়াদের ৭৫ লক্ষ টাকার হোম লোনে ৭.৪৫ শতাংশ সুদ ধার্য করে। এক্ষেত্রে EMI হয় ৬০ হাজার ১৯০ টাকা।

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া :

২০ বছরের মেয়াদের ৭৫ লক্ষ টাকার হোম লোনে ৭.৫৫ শতাংশ সুদ ধার্য করে। এক্ষেত্রে EMI হয় ৬০ হাজার ৬৪৯ টাকা।

LIC হাউসিং ফিন্যান্স :

২০ বছরের মেয়াদের ৭৫ লক্ষ টাকার হোম লোনে ৭.৫ শতাংশ সুদ ধার্য করে। এক্ষেত্রে EMI হয় ৬০ হাজার ৪১৯ টাকা।