AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Budget 2025: অষ্টমবার বাজেট পেশে নিলেন ৭৭ মিনিট, আগের ৭ বার নির্মলা কতক্ষণ সময় নিয়েছিলেন?

Budget 2025: এবার ৭৭ মিনিটে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই নিয়ে অষ্টমবার বাজেট পেশ করলেন। এর আগের সাতবার বাজেট পেশের জন্য কত সময় নিয়েছিলেন তিনি? জেনে নিন একনজরে...

Budget 2025: অষ্টমবার বাজেট পেশে নিলেন ৭৭ মিনিট, আগের ৭ বার নির্মলা কতক্ষণ সময় নিয়েছিলেন?
নির্মলা সীতারামনImage Credit: PTI
| Updated on: Feb 01, 2025 | 4:17 PM
Share

নয়াদিল্লি: বাজেটে কী ঘোষণা হবে? অপেক্ষায় থাকেন দেশের আমজনতা। একটি অর্থবর্ষে সরকার কোন কোন ক্ষেত্রে জোর দেবে, তার দিশা থাকে বাজেটে। কোন জিনিসের দাম বাড়ল, কোন জিনিসের দাম কমল, সেদিকে নজর রাখেন সাধারণ মানুষ। ফলে প্রতি বছর কেন্দ্রীয় বাজেটের অপেক্ষায় থাকেন সবাই। ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য শনিবার কেন্দ্রীয় বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যে বাজেটের দিকে দেশের আমজনতার নজর থাকে, এবার ৭৭ মিনিটে সেই বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই নিয়ে অষ্টমবার বাজেট পেশ করলেন নির্মলা। এর আগের সাতবার বাজেট পেশের জন্য কত সময় নিয়েছিলেন তিনি? জেনে নিন একনজরে…

এদিন ৭৭ মিনিটের বাজেটে মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে নির্মলা সীতারামন ঘোষণা করলেন, ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না। ক্যানসার-সহ ৩৬টি জীবনদায়ী ওষুধে সম্পূর্ণ কর মকুব করা হল।

দেখে নেওয়া যাক এর আগে সাতবার বাজেট পেশের জন্য নির্মলা কতক্ষণ করে সময় নিয়েছিলেন-

২০১৯ সালে প্রথম বাজেট পেশ-

২০১৯ সালে প্রথমবার বাজেট পেশ করেন নির্মলা সীতারামন। প্রথম বাজেট পেশের সময় তাঁর বাগ্মিতায় মুগ্ধ করেছিলেন সবাইকে। ইংরেজিতে বাজেট পেশের মাঝে কখনও হিন্দি, কখনও উর্দু, কখন তামিল এবং কখনও সংস্কৃতের মিশ্রণে তাক লাগিয়েছিলেন নির্মলা। প্রথমবার বাজেট পেশের সময় ২ ঘণ্টা ১৭ মিনিট নিয়েছিলেন তিনি। অর্থাৎ ১৩৭ মিনিট। আর এই ১৩৭ মিনিটের বক্তব্য জলও পান করতে দেখা যায়নি তাঁকে।

২০২০ সালের বাজেটে রেকর্ড সময় নির্মলার-

নিজের দ্বিতীয় বাজেটেই ইতিহাসে নাম লেখান নির্মলা সীতারামন। কেন্দ্রীয় বাজেটের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে বাজেট পেশের রেকর্ড করেন তিনি। ২০২০ সালে মোট ২ ঘণ্টা ৪১ মিনিট নেন বাজেট পেশের জন্য। মাঝপথে অসুস্থ বোধ করায় বসে পড়েছিলেন তিনি। তাঁর রক্তচাপ কমে গিয়েছিল। পরে আবার বাজেট পেশ করেন।

২০২১ সালে প্রথম কাগজহীন বাজেট-

২০২১ সালে প্রথমবার কোনও কাগজ ছাড়াই কেন্দ্রীয় বাজেট পেশ হয়। ট্যাবলেট ব্যবহার করে বাজেট পেশ করেন নির্মলা সীতারামন। প্রথম কাগজহীন সেই বাজেট পেশ হয়েছিল ১ ঘণ্টা ৪০ মিনিটে। অর্থাৎ নির্মলা ১০০ মিনিট নিয়েছিলেন বাজেট পেশের জন্য।

২০২২ সালে প্রথমবার ১০০ মিনিটের কম সময়ে বাজেট পেশ নির্মলার-

আগের তিনবার বাজেট পেশের জন্য কমপক্ষে ১০০ মিনিট নিয়েছিলেন। কিন্তু, চতুর্থবার বাজেট পেশের জন্য সেই সময় ১০০ মিনিটের নিচে নেমে আসে। ২০২২ সালে ৯২ মিনিটে বাজেট পেশ শেষ করেন নির্মলা।

২০২৩ সালে ৮৭ মিনিটেই শেষ বাজেট-

২০২২ সালের চেয়ে ২০২৩ সালে বাজেট পেশের জন্য আরও কম সময় নেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ২০২৩ সালে ১ ঘণ্টা ২৭ মিনিট অর্থাৎ ৮৭ মিনিটে বাজেট শেষ করেন তিনি। আগের বাজেটের চেয়ে ৫ মিনিট কম সময় নেন।

২০২৪ সালে ভোটের আগে অন্তর্বর্তী বাজেট-

২০২৪ সালে লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেট পেশ করেন নির্মলা। এক ঘণ্টার কম সময়ে অন্তর্বর্তী বাজেট পেশ করেন তিনি। নেন মাত্র ৫৬ মিনিট।

২০২৪ সালে তৃতীয় মোদী সরকার গঠনের পর পূর্ণাঙ্গ বাজেট-

চব্বিশের লোকসভা নির্বাচনে জিতে কেন্দ্রে ফের সরকার গঠন করে এনডিএ। এরপর ২৩ জুলাই তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন নির্মলা। সেই বাজেট পেশের জন্য ১ ঘণ্টা ২৫ মিনিট তিনি নেন। অর্থাৎ সপ্তমবার বাজেট পেশের জন্য ৮৫ মিনিট নেন নির্মলা।