Finger in Ice Cream: সংস্থার কর্মীরই কাটা আঙুল ছিল আইসক্রিমের ভিতর? বড়সড় সূত্র পেল পুলিশ
Finger in Ice Cream: মুম্বইয়ের এক চিকিৎসক ওই আঙুল খুঁজে পেয়েছিলেন আইসক্রিমের মধ্যে। তিনি ও তাঁর বোন অনলাইনে ও আইসক্রিম অর্ডার করেছিলেন। পরে তিনি জানান আইসক্রিম কিছুটা খাওয়ার পর শক্ত কিছু মুখে লাগে তাঁর। তিনি ভেবেছিলেন ওটা কোনও চকোলেট বা বাদাম হবে। পরে আসল জিনিসটা বুঝতে পেরে চমকে যান।
মুম্বই: আইসক্রিমে কামড় দিতে গিয়েই চোখে পড়ে মানুষের কাটাস আঙুল। কয়েকদিন আগে মুম্বই শহরের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। প্রশ্ন ওঠে খাদ্য সুরক্ষা নিয়ে। কীভাবে কোনও সংস্থা এতটা অবহেলা করতে পারে, তা নিয়ে সরব হন অনেকেই। আইসক্রিম নিয়ে সোজা থানায় হাজির হয়েছিলেন ক্রেতা। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু করে পুলিশ। এবার মুম্বইয়ের মালাডের সেই ঘটনার তদন্তে পুলিশের হাতে এল গুরুত্বপূর্ণ তথ্য। আইসক্রিমের মধ্যে কাটা আঙুলটা কার হতে পারে, সেটাই তদন্ত করে দেখছে পুলিশ।
পুলিশ জানতে পেরেছে যে সংস্থার আইসক্রিমে ওই কাটা আঙুল পাওয়া গিয়েছিল, সেই সংস্থার এক কর্মী দুর্ঘটনার মুখে পড়েছিলেন। যে দিন ওই আইসক্রিম প্যাক করা হয়েছিল, সে দিনই ওই দুর্ঘটনা ঘটে বলে জানতে পেরেছে পুলিশ, আর দুর্ঘটনায় ওই কর্মীর আঙুলে আঘাত লেগেছিল। পুলিশ কাটা আঙুলের ডিএনএ পরীক্ষা করতে দিয়েছে, সেই রিপোর্ট এলেই বিষয়টা স্পষ্ট হবে।
মুম্বইয়ের এক চিকিৎসক ওই আঙুল খুঁজে পেয়েছিলেন আইসক্রিমের মধ্যে। তিনি ও তাঁর বোন অনলাইনে ও আইসক্রিম অর্ডার করেছিলেন। পরে তিনি জানান আইসক্রিম কিছুটা খাওয়ার পর শক্ত কিছু মুখে লাগে তাঁর। তিনি ভেবেছিলেন ওটা কোনও চকোলেট বা বাদাম হবে। পরে আসল জিনিসটা বুঝতে পেরে চমকে যান তিনি। এরপরই তিনি থানায় সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
এই ঘটনায় ইতিমধ্যেই কড়া পদক্ষেপ করেছে ফুড সেফটি স্ট্যান্ডার্ড অব ইন্ডিয়া বা এফএসএসএআই। ওই আইসক্রিম সংস্থায় যারা জোগান দেয়, তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, এভাবে আইসক্রিমের মধ্যে লুকিয়ে থাকা কাটা আঙুলের পিছনে কোনও বড়সড় অপরাধ নেই তো?