Flight fare: আরও মহার্ঘ্য হবে বিমানযাত্রা? দিল্লি বিমানবন্দর বাড়াচ্ছে ফি

Delhi Airport: এয়ারলাইন্সের পার্কিং ফি বাড়ানো হলে তার প্রভাব বিমান ভাড়ায় পড়তে পারে। কেননা বিমান সংস্থাগুলি অতিরিক্ত পার্কিং ফি গ্রাহকদের কাছ থেকে আদায় করতে পারে। ‘এয়ারপোর্ট চার্জ’ বিমান ভ্রমণ টিকিটের একটি অপরিহার্য অংশ। ফলে বিমানের ভাড়া বাড়তে পারে।

Flight fare: আরও মহার্ঘ্য হবে বিমানযাত্রা? দিল্লি বিমানবন্দর বাড়াচ্ছে ফি
প্রতীকী ছবি।Image Credit source: TV9 Bharatvarsh
Follow Us:
| Edited By: | Updated on: Dec 06, 2023 | 1:14 AM

নয়া দিল্লি: দিল্লি বিমানবন্দরে পার্কিং ফি বাড়ছে। দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড (DIAL) এবং দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের অপারেটর, বিমান সংস্থা থেকে একটু বাড়তি ফি আদায় করার পরিকল্পনা করেছে। আসলে, অনেক বিমান সংস্থা দিল্লি বিমানবন্দরের ‘প্লেন পার্কিং স্পেস’-এ তাদের প্লেন পার্ক করে রাখে। তাই এবার এই সমস্ত পার্কিং ঠেকাতে এবং বিমানবন্দরের আয় কিছুটা বাড়াতে পার্কিং ফি বাড়ানোর পরিকল্পনা করেছে DIAL। আর এর প্রভাব সরাসরি বিমান ভাড়ায় পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

DIAL বলছে, অনেক এয়ারলাইন্সের বিমানগুলি দীর্ঘদিন ধরে উড়ছে না, পরিষেবার বাইরে রয়েছে। তাই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা বিমানগুলির জন্য বিমান সংস্থাদের কাছ থেকে আরও বেশি চার্জ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। কারণ এই বিমানগুলি বিমানবন্দরের পার্কিংয়ের জায়গা দখল করে রাখছে। ফলে এটি বিমানবন্দরে উড়ান পরিচালনায় সমস্যার সৃষ্টি করে।

বিমানগুলি শুধু পার্কিং লটে দাঁড়িয়ে আছে

সম্প্রতি অনেক এয়ারলাইন্সের প্লেনে ইঞ্জিনের সমস্যা দেখা গিয়েছে। এর মধ্যে রয়েছে প্র্যাট ও হুইটনি ইঞ্জিন-সহ এয়ারবাস বিমান।’গো ফার্স্ট’-এর মতো এয়ারলাইন্সের অনেক উড়ানের পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। আবার ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়ার অনেক বিমানে প্রযুক্তিগত ত্রুটি দেখা গিয়েছে এবং এই ধরনের ঘটনার সংখ্যা বাড়ছে। এই ধরনের বিমানগুলি বিমানবন্দরের পার্কিং স্থান দখল করে রেখেছে।

DIAL মুখপাত্র বলেছেন যে, বর্তমানে ইন্ডিগো, স্পাইসজেট এবং এয়ার ইন্ডিয়া সহ বিভিন্ন এয়ারলাইন্সের প্রায় ৬৪টি বিমান দিল্লি বিমানবন্দরে অকারণে দাঁড়িয়ে আছে। এর মধ্যে রয়েছে ইন্ডিগোর ২৪টি, স্পাইসজেটের ৬টি, এয়ার ইন্ডিয়ার ২টি এবং অ্যালায়েন্স এয়ারের একটি বিমান। আবার এয়ারলাইনস গো ফার্স্টের ২৩টি, জুম এয়ারের ৫টি এবং জেট এয়ারওয়েজের ৩টি বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছে। সেগুলিও বিমানবন্দরে পার্ক করা হয়েছে। যেখানে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (IGAI) প্লেনের জন্য ২৯৫টি পার্কিং স্পেস রয়েছে, সেখানে এগুলি জায়গা দখল করেছে।

বেশি পার্কিং ফি আদায় করা হবে

DIAL-এর সিইও বিদেহ কুমার জয়পুরিয়ার বলেছেন, আগামী দিনগুলিতে, যখন আমরা বিমানবন্দরে বিমানের ট্র্যাফিক পর্যালোচনা করব, তখন আমরা সেই এয়ারলাইন্সগুলির কাছ থেকে আরও কিছু ফি নেওয়ার কথা বিবেচনা করব যারা নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি বিমান এখানে পার্ক করে রাখবে। দিল্লি বিমানবন্দরে ট্রাফিক এখন পরের বছরের শুরুর দিকে পর্যালোচনা করা হবে বলেও তিনি জানিয়েছেন।

এদিকে এয়ারলাইন্সের পার্কিং ফি বাড়ানো হলে তার প্রভাব বিমান ভাড়ায় পড়তে পারে। কেননা বিমান সংস্থাগুলি অতিরিক্ত পার্কিং ফি গ্রাহকদের কাছ থেকে আদায় করতে পারে। ‘এয়ারপোর্ট চার্জ’ বিমান ভ্রমণ টিকিটের একটি অপরিহার্য অংশ। ফলে বিমানের ভাড়া বাড়তে পারে।

অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...