Vande Bharat Express: বন্দে ভারতের গতিতে ‘ধীর’ উড়ান, প্রথমবার উৎসবেও সস্তা বিমান টিকিট!
Flight Ticket: অক্টোবর থেকে ফেব্রুয়ারি বিমানের টিকিটের দাম সবচেয়ে বেশি থাকে। সেখানেই এ বছর ব্যতিক্রম। পর্যটন সংস্থাগুলির দাবি, বন্দে ভারতের দৌড়েই বিমান সংস্থাগুলির অঙ্ক গুলিয়ে গিয়েছে। যে সব রুটে বন্দে ভারত ছুটছে, সেখানে বিমানের টিকিটের চাহিদা কম।
নয়া দিল্লি: উদ্বোধনের পর থেকেই বন্দে ভারতের (Vande Bharat Express) জনপ্রিয়তা শীর্ষে। একাধিক রুটে চালু হয়েছে সেমি হাইস্পিডের এই ট্রেন। দেশজুড়ে বিভিন্ন রুটে মোট ৩৪টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলছে। এই বন্দে ভারতের জনপ্রিয়তার ঠেলায় অন্য ট্রেনে যাত্রী সংখ্যা যেমন কমেছে, তেমনই এবার আকাশেও আলোড়ন পড়ে গিয়েছে। চলতি উৎসবের মরশুমে দেখা গিয়েছে, একাধিক রুটেই বিমান ভাড়া (Air Fare) বাড়েনি। অন্যান্য বছর যেখানে উৎসবের মরশুমে বিমানের ভাড়া দ্বিগুণ বা তিনগুণ হয়ে যায়, সেখানে এবার ভাড়া বাড়েনি। বরং বেশ কিছু রুটে তো ভাড়াও কমে গিয়েছে। কিন্তু কেন এমন হচ্ছে?
গত বছরের তুলনায় এ’বছর বিমানের টিকিট বিক্রির ক্ষেত্রে উল্টো ট্রেন্ড দেখা যাচ্ছে। যেখানে প্রতি বছর দুর্গাপুজোর আগে থেকে দিওয়ালী, ভাইফোটা, এমনকী খ্রিস্টমাস অবধি বিমানের টিকিট আকাশছোঁয়া থাকে, সেখানেই এবার ভাড়া খুব একটা বাড়েনি। বাকি সময়ে যেমন ভাড়া থাকে বিমানের টিকিটের, সেই দামই রয়েছে। যেমন বর্তমানে মুম্বই থেকে পুণের বিমানের টিকিটের দাম সাড়ে তিন থেকে চার হাজার টাকার মধ্যে রয়েছে। অন্যান্য সময়েও এই ভাড়াই থাকে।
রহস্যভেদ-
উত্সবের মরশুমে বিমানের টিকিটের দাম না বাড়লেও, এই রুটেই বন্দে ভারতের সব টিকিট বুকড। দেখা গিয়েছে, যে যে রুটে বন্দে ভারত চালু হয়েছে, সেই রুটগুলিতে বিমানের টিকিটের দাম খুব একটা বাড়েনি।
অক্টোবর থেকে ফেব্রুয়ারি বিমানের টিকিটের দাম সবচেয়ে বেশি থাকে। সেখানেই এ বছর ব্যতিক্রম। পর্যটন সংস্থাগুলির দাবি, বন্দে ভারতের দৌড়েই বিমান সংস্থাগুলির অঙ্ক গুলিয়ে গিয়েছে। যে সব রুটে বন্দে ভারত ছুটছে, সেখানে বিমানের টিকিটের চাহিদা কম। কারণ অনেকেই বিমানের বদলে বন্দে ভারত এক্সপ্রেসকেই বেছে নিচ্ছেন। বিশেষত, ১৬ থেকে ৪০ বছর বয়সীরা বন্দে ভারতকেই বেছে নিচ্ছেন বিমানে সফরের তুলনায়।
ভারতীয় রেলের তথ্য অনুযায়ী, বন্দে ভারতের ৫৯ শতাংশ যাত্রীরই বয়স ১৬ থেকে ৪০ বছরের মধ্যে। প্রবীণ নাগরিকদের মধ্যেও একটি বড় অংশ বন্দে ভারতে সফর করতেই স্বচ্ছন্দ।