Forex Reserves: কম হল দেশের সম্পদ, কমল স্বর্ণ ভাণ্ডারও
Forex Reserves: আরবিআইয়ের শুক্রবার প্রকাশ করা সাপ্তাহিক পরিসংখ্যান অনুযায়ী, ২৬ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে বিদেশি মুদ্রা ভাণ্ডারে এর হ্রাস প্রধানত ফরেন কারেন্সি অ্যাসেট অর্থাৎ এফসিএ (Foreign Currency Assets) হ্রাস হওয়ার কারণে হয়েছে, যা মোট মুদ্রা ভাণ্ডারের একটি গুরুত্বপূর্ণ অংশ।
মুম্বই: দেশের বিদেশি মুদ্রা ভাণ্ডার (Foreign Exchange Reserves/Forex Reserves) কম হয়েছে। গত ২৬ নভেম্বর ২০২১-এ শেষ হওয়া সপ্তাহে এই ভাণ্ডার ২.৭১৩ বিলিয়ন ডলার কমে ৬৩৭.৬৮৭ বিলিয়ন ডলার হয়ে গিয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অর্থাৎ আরবিআইয়ের তরফে শুক্রবার জারি করা পরিসংখ্যানে এই কথা জানানো হয়েছে।
গত ১৯ নভেম্বর ২০২১-এ শেষ হওয়া সপ্তাহে বিদেশি মুদ্রা ভাণ্ডার ২৮.৯ কোটি ডলার বেড়ে ৬৪০.৪০১ বিলিয়ন ডলারে পৌঁছে গিয়েছিল। এর আগে ১২ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে এই ভাণ্ডার ৭৬.২ কোটি ডলার কমে ৬৪০.১১ বিলিয়ন ডলারে নেমে গিয়েছিল। এছাড়াও গত ৫ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে বিদেশি মুদ্রা ভাণ্ডার ১.১৪ বিলিয়ন ডলার কমে ৬৪০.৮৭ বিলিয়ন ডলারে নেমে গিয়েছিল।
১.০৪৮ ডলার কমল এফসিএ
আরবিআইয়ের শুক্রবার প্রকাশ করা সাপ্তাহিক পরিসংখ্যান অনুযায়ী, ২৬ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে বিদেশি মুদ্রা ভাণ্ডারে এর হ্রাস প্রধানত ফরেন কারেন্সি অ্যাসেট অর্থাৎ এফসিএ (Foreign Currency Assets) হ্রাস হওয়ার কারণে হয়েছে, যা মোট মুদ্রা ভাণ্ডারের একটি গুরুত্বপূর্ণ অংশ। রিজার্ভ ব্যাঙ্ক বলেছে, রিপোর্টিং সপ্তাহে ভারতের এফসিএ ১.০৪৮ বিলিয়ন কমে ৫৭৪.৬৬৪ বিলিয়ন ডলার হয়ে গিয়েছে। ডলারে পরিমাপ হওয়া এফসিএতে বিদেশি মুদ্রা ভাণ্ডারে রাখা ইউরো, পাউণ্ড আর ইয়েনের মতো অন্যান্য বিদেশি মুদ্রার মূল্য বৃদ্ধি বা হ্রাসের প্রভাবও শামিল থাকে।
গোল্ড রিজার্ভও কমল
এছাড়া রিপোর্টিং সপ্তাহে গোল্ড রিজার্ভ ১.৫৬৬ বিলিয়ন ডলার কমে ৩৮.৮২৫ বিলিয়ন ডলারে পৌঁছে গিয়েছে। আন্তর্জাতিক মানিটারি ফাণ্ড অর্থাৎ এমআইএফ-এ দেশের এসডিআর অর্থাৎ স্পেশাল ড্রইং রাইট (Special Drawing Rights) ৭.৪ কোটি জলার কমে ১৯.০৩৬ বিলিয়ন ডলার হয়ে গিয়েছে। আইএমএফে দেশের আরক্ষিত বিদেশি মুদ্রা ভাণ্ডার ২.৫ কোটি ডলার কমে ৫.১৬২ বিলিয়ন ডলার হয়েছে।