AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold-Silver Price Hike: সোনার দাম ছাড়ুন, রুপোর দর কত টাকা বেড়েছে জানেন? মধ্যবিত্তের নাগালের বাইরে যাচ্ছে এই ধাতুও…

Gold-Silver Price Hike: এই হারে দাম বাড়লে থাকলে, দিপাবলীর মধ্যে রুপোর দাম দেড় লাখ টাকার কাছাকাছি হয়ে যাবে বলেই মত বিশেষজ্ঞদের।

Gold-Silver Price Hike: সোনার দাম ছাড়ুন, রুপোর দর কত টাকা বেড়েছে জানেন? মধ্যবিত্তের নাগালের বাইরে যাচ্ছে এই ধাতুও...
প্রতীকী চিত্রImage Credit: Pixabay
| Updated on: Jun 08, 2025 | 8:59 AM
Share

নয়া দিল্লি: ৯১ হাজারের গণ্ডি পার করেছে সোনা। যতদিন যাচ্ছে, ততই চড়ছে সোনার দাম। মধ্যবিত্তের নাগালে যে আর সোনা থাকবে না, তা এখন সবাই বুঝতে পারছেন। শখ মেটাতে তাই বিকল্প হয়ে উঠছে রুপো। সোনার মতো ডিজাইন করে গলার হার থেকে হাতের বালা, আংটি- সবই তৈরি হচ্ছে। কিন্তু সেই রুপো কেনার সামর্থ্যও থাকবে তো আর ক’দিন পর? যে হারে ঊর্ধ্বমুখী দাম, তাতে সোনাকে ভালই টেক্কা দিচ্ছে রুপো।

যখন সোনার দাম বৃদ্ধির দিকে সকলের নজর, সেই সময়ই রুপোর দাম প্রায় সাড়ে ৩ শতাংশ বেড়ে ১ লক্ষ ৫ হাজার টাকা প্রতি কেজিতে পৌঁছেছে। বিশ্ব বাজারে রুপোর দাম বিগত ১২ বছরে সর্বোচ্চ। এই হারে দাম বাড়লে থাকলে, দিপাবলীর মধ্যে রুপোর দাম দেড় লাখ টাকার কাছাকাছি হয়ে যাবে বলেই মত বিশেষজ্ঞদের।

জুন মাসেই সবাইকে চমকে দিয়ে সোনার থেকেও বেশি দাম বাড়ছে রুপোর। এর পিছনে অবশ্য রয়েছে বেশ কিছু কারণ। ডলার দুর্বল হওয়া, বিভিন্ন দেশের মধ্যে সংঘর্ষ-উত্তেজনা, ইভি ও সোলার সেক্টরে রুপোর চাহিদা বৃদ্ধির মতো একাধিক কারণে এই ধাতুর দাম বাড়াচ্ছে। বিনিয়োগকারীরাও অনেকে সোনার থেকে রুপোয় বিনিয়োগ করতেই বেশি পছন্দ করছেন। আগামিদিনে রুপোর মূ্ল্যই অনেক বেশি হতে পারে, এই সম্ভাবনাকে মাথায় রেখেই বিনিয়োগ বাড়ছে।

যদি মূল্যবৃদ্ধির এই ধারাই বজায় থাকে, তবে চলতি বছরের দিওয়ালির মধ্যে প্রতি কেজি রুপোর দাম ১ লক্ষ ১৪ হাজার থেকে ১ লক্ষ ২০ হাজার হতে পারে।

সোনার দাম বৃদ্ধি-

সোনার দাম বহুদিন আগেই ৯০ হাজারের গণ্ডি পার করেছে। বর্তমানে ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৯১ হাজার ৩০০ টাকা। পাকা সোনা অর্থাৎ ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৯৯ হাজার ৬০০ টাকায় পৌঁছেছে। এর উপরে ৩ শতাংশ জিএসটি বসে গহনার দাম এমনিই ১ লাখের গণ্ডি পার করছে।