Byju: বড় রদবদল বাইজুতে, স্টেট ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান এলেন উপদেষ্টা কমিটিতে
২০২২ সালের ফিনান্সিয়াল ডকুমেন্ট জমা দিতে ব্যর্থ হয়েছিল বাইজু। ইডি-র তদন্তের মুখোমুখিও হতে হয়েছিল এই এডুকেশন স্টার্ট আপ সংস্থাকে। এর পর সংস্থার কার্যক্রম পরিচালনায় বড়সড় বদল আনার পথে হাঁটছে বাইজু।
বেঙ্গালুরু: বাইজুর উপদেষ্টা কাউন্সিলে হল নতুন নিয়োগ। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারম্যান রজনীশ কুমার এবং বিনিয়োগকারী মোহনদাস পাই যোগ দিলেন বাইজুতে। দিন কয়েক আগেই বাইজুর অডিটর এবং ইনভেস্টর প্রতিনিধি সরে দাঁড়ান। এর পরই এই দুজন যোগ দিলেন বাইজুতে। বাইজু প্রধান রবীন্দ্রনের পরামর্শেই এই নিয়োগ বলে বাইজুর তরফে জানানো হয়েছে।
বাইজুতে নতুন দায়িত্ব নেওয়ার পর মোহনদাস পাই বলেছেন, ”উপদেষ্টা কমিটির অংশ হয়ে আমি বাইজুকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছি। গভর্ন্যান্স এবং ফিনান্সিয়াল রিপোর্টিংয়ের বিষয়ে অনেক কাজ করতে হবে।” যদিও গত মাসে সংবাদ সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন মোহনদাস। সেই সাক্ষাৎকারে বাইজুর গভর্ন্যান্সের বিষয়ে অনেক পরিবর্তন করার পক্ষে সওয়াল করেছিলেন। স্টেস ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান রজনীশ কুমার বলেছেন, “আমার সঙ্গে বাইজুর আলোচনা ফলপ্রসু হয়েছে। তাঁরা সংস্থার পরিচালনায় বদল আনতে চান। সে নিয়েই আগামী দিনে কাজ চলবে।”
২০২২ সালের ফিনান্সিয়াল ডকুমেন্ট জমা দিতে ব্যর্থ হয়েছিল বাইজু। ইডি-র তদন্তের মুখোমুখিও হতে হয়েছিল এই এডুকেশন স্টার্ট আপ সংস্থাকে। এর পর সংস্থার কার্যক্রম পরিচালনায় বড়সড় বদল আনার পথে হাঁটছে বাইজু। তারই অঙ্গ হিসাবে এই পদক্ষেপ বলে মনে করছে বিশেষজ্ঞ মহলে।