AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Salary Hike: ইনক্রিমেন্ট হোক বা না হোক, ১ এপ্রিল থেকেই আপনার বাড়বে বেতন! কীভাবে জানেন?

Salary Hike: কেন্দ্রীয় বাজেটেই সরকার আয়করে ছাড়ের ঘোষণা করা হয়েছিল। ১ এপ্রিল থেকে তা কার্যকর হবে। যাদের বার্ষিক বেতন ১২ লক্ষ টাকা বা তার কম, তাদের এবার থেকে আয়কর দিতে হবে না।

Salary Hike: ইনক্রিমেন্ট হোক বা না হোক, ১ এপ্রিল থেকেই আপনার বাড়বে বেতন! কীভাবে জানেন?
প্রতীকী চিত্র।Image Credit: Getty Image
| Updated on: Mar 30, 2025 | 3:53 PM
Share

নয়া দিল্লি: মার্চ মাস শেষ মানেই অর্থবর্ষও শেষ। ১ এপ্রিল থেকে শুরু হয়ে যাচ্ছে নতুন অর্থবর্ষ। আর নতুন অর্থবর্ষে বদলে যাচ্ছে একাধিক নিয়ম। এর মধ্যে চাকরিজীবীদের জন্য রয়েছে সুখবর। ১ এপ্রিল থেকে বাড়তে চলেছে বেতন। কীভাবে জানেন?

কেন্দ্রীয় বাজেটেই সরকার আয়করে ছাড়ের ঘোষণা করা হয়েছিল। ১ এপ্রিল থেকে তা কার্যকর হবে। যাদের বার্ষিক বেতন ১২ লক্ষ টাকা বা তার কম, তাদের এবার থেকে আয়কর দিতে হবে না। যদি আপনার আয় ১২ লক্ষ টাকার উপরেও হয়, সেক্ষেত্রেও আপনি নতুন ট্যাক্স স্ল্যাবে কর ছাড় পাবেন। এর ফলেই ১ এপ্রিল থেকে আপনার বেতন বেড়ে যাবে।

এতদিন ৭ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনও কর দিতে হত না। এর উপরে আয়ে কর দিতে হত। নতুন অর্থবর্ষ থেকে  টিডিএস কমে যাওয়ায় বেতন বেশি আসবে। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে, যারা নতুন আয়কর কাঠামো বেছে নেবেন, তারাই টিডিএসে করছাড় পাবেন।

তবে যাদের বেতন ৭ লক্ষ টাকার কম, তাদের বেতনে কোনও প্রভাব পড়বে না।

যদি আপনার বেতন ৭ থেকে ১২ লক্ষ টাকার মধ্যে হয়, তবে প্রতি মাসে বেতন ৬৬০০ টাকা বেশি পেতে পারেন।

প্রসঙ্গত, এবারের বাজেট ঘোষণাতেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন যে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও আয়কর দিতে হবে না। এছাড়া ৭৫ হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধাও পাওয়া যাবে। অর্থাৎ ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোনও আয়কর দিতে হবে না।