Ashwini Vaishnaw: মেক ইন ইন্ডিয়াই বদলে দিয়েছে ভারতের উৎপাদন ক্ষেত্রের চিত্র: অশ্বিনী বৈষ্ণব
Ashwini Vaishnaw: অশ্বিনী বৈষ্ণব জানান, ২০১৩-১৪ অর্থবর্ষে ভারতে মোবাইল ফোন উৎপাদন হত ১৮ হাজার ৯০০ কোটি টাকার। আর ২০২৩-২৪ অর্থবর্ষে সেই পরিমাণ বেড়ে হয়েছে ৪ লক্ষ ২২ হাজার কোটি টাকা। গত এক দশকে দেশে মোবাইল উৎপাদন ক্ষেত্রে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১২ লক্ষের কর্মসংস্থান হয়েছে।

নয়াদিল্লি: মাত্র এক দশকে বদলে গিয়ে ভারতে মোবাইল ও ইলেকট্রনিক্স উৎপাদন ক্ষেত্রের চিত্র। ২০১৪ সালে ভারতে মাত্র দুটি মোবাইল উৎপাদন কেন্দ্র ছিল। সেটাই এখন ৩০০-র বেশি হয়েছে। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়ার উদ্যোগের ফলেই এটা সম্ভব হয়েছে। ভারতে উৎপাদন দ্রুতগতিতে বাড়ার পিছনে বড় অবদান রয়েছে মেক ইন ইন্ডিয়া উদ্যোগের।
অশ্বিনী বৈষ্ণব জানান, ২০১৩-১৪ অর্থবর্ষে ভারতে মোবাইল ফোন উৎপাদন হত ১৮ হাজার ৯০০ কোটি টাকার। আর ২০২৩-২৪ অর্থবর্ষে সেই পরিমাণ বেড়ে হয়েছে ৪ লক্ষ ২২ হাজার কোটি টাকা। গত এক দশকে দেশে মোবাইল উৎপাদন ক্ষেত্রে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১২ লক্ষের কর্মসংস্থান হয়েছে। তাঁর বক্তব্য, ১৯৫০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত নিয়ন্ত্রণমূলক নীতির ফলে ভারতে উৎপাদন হত না। মেক ইন ইন্ডিয়া সেই ট্রেন্ডকে পুরো ঘুরিয়ে দিয়েছে।
২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পরই মেক ইন ইন্ডিয়ার উদ্যোগ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশি সংস্থাগুলিকে ভারতে তাদের পণ্য উৎপাদনের আহ্বান জানান। কেন্দ্রের বক্তব্য, মেক ইন ইন্ডিয়ার উদ্য়োগের ফলেই বদলে গিয়েছে ভারতের উৎপাদন ক্ষেত্র। যদিও গতকাল সংসদে লোকসভার বিরোধীর দলনেতা রাহুল গান্ধী দাবি করেন, মেক ইন ইন্ডিয়া প্রচেষ্টা ব্যর্থ। তিনি বলেন, “প্রধানমন্ত্রী চেষ্টা করেননি, তা বলব না। তিনি চেষ্টা করেছিলেন। কিন্তু, ব্যর্থ হয়েছেন।” লোকসভার বিরোধী দলনেতার মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই নানা তথ্য তুলে ধরে অশ্বিনী বৈষ্ণব বুঝিয়ে দিলেন, ভারতের উৎপাদন ক্ষেত্রের চিত্র পুরোপুরি বদলে গিয়েছে।
এই খবরটিও পড়ুন









