অবিশ্বাস্য, পুরোনো নোটের বিনিময়ে পেয়ে যান ৩ লক্ষ টাকা
এমন অনেকে আছেন যারা পুরনো কয়েন ও নোটের সংগ্রাহক। এখন তাদের অবস্থা যেন সোনায় সোহাগা। এরই মধ্যে পাওয়া গেল সুখবর (Good News)।
অবিশ্বাস্য হলেও সত্যি! পুরনো (Old) ১ টাকা, ১০ টাকা কিংবা ১০০ টকার নোট থাকলে আপনি পেতে পারেন তিন লাখ টাকা। সম্প্রতি পুরনো কয়েন ও নোটের চাহিদা বাড়তে শুরু করেছে। পুরনো মুদ্রা বিক্রি করে অনেক টাকা পাওয়ার সুযোগ এসেছে। কিছু ওয়েবসাইটে পুরনো মুদ্রার ছবি আপলোড করে ঘরে বসেই পাওয়া গিয়েছে অনেক টাকা (Money)।
এমন অনেকে আছেন যারা পুরনো কয়েন ও নোটের সংগ্রাহক। এখন তাদের অবস্থা যেন সোনায় সোহাগা। এরই মধ্যে পাওয়া গেল সুখবর। ইবাই ডট কম ওয়েবসাইটে পুরনো ১ টাকা, ১০ টাকা কিংবা ১০০ টকার নোট বিক্রি করার আশ্চর্য সুযোগ এসেছে। এই খবরে স্বাভাবিক ভাবেই সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। অনেকে আবার ইতিমধ্যেই বাড়িতে খুঁজতে শুরু করেছেন পুরনো নোট।
www.eBay.com ওয়েবসাইটে গিয়ে আপলোড করতে হবে আপনার নোটের ছবি। তাহলেই জানতে পারবেন ওই নোটের দাম কত। তবে আপনার নোটে থাকতে হবে বিশেষ কিছু বৈশিষ্ট্য। নোটগুলো হতে হবে ৭৮৬ সিরিজের। তাহলেই পেতে পারেন তিন লাখ টাকা।
আপনার কয়েনের ছবি তুলে ইবাই ডট কম ওয়েবসাইটে আপলোড করুন। সেক্ষেত্রে বিজ্ঞাপনের হিসেবে নোটটি সেখানে দেখা যাবে। আগ্রহী ব্যক্তিরা কিনতে চাইলেই আপনার সঙ্গে যোগাযোগ করবে। তখন দামদর করে আপনার নোটটি বিক্রি করতে পারবেন। আরও পড়ুন: শাসক দলের নেতার বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ