AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Price Today : দু’ মাসে সর্বোচ্চ হল সোনার দাম, দামি হল রুপোও, আজ কলকাতায় দর কত?

Gold Price Today : পরপর দু'দিন দাম বাড়ল সোনার। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ৪০০ টাকা। গত দু' মাসে সর্বোচ্চ হল সোনার দাম।

Gold Price Today : দু' মাসে সর্বোচ্চ হল সোনার দাম, দামি হল রুপোও, আজ কলকাতায় দর কত?
ছবি সৌজন্যে : Pixabay
| Edited By: | Updated on: Aug 13, 2022 | 11:32 AM
Share

কলকাতা : গতকাল একলাফে অনেকটা দাম বেড়েছিল সোনার গয়নার। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছিল ৪০০ টাকা। শনিবার আরও খানিকটা দামি হল সোনা। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ৪০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বাড়ল ৪৪০ টাকা। এদিন থেমে নেই রুপোও। সোনার সঙ্গে সঙ্গতি রেখে দাম বেড়েছে রুপোরও। ১ কেজি রুপোর দাম বেড়েছে ৮০০ টাকা।

শনিবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৮১৫ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৮,৫২০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৮,১৫০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৮১,৫০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,২৫৩ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪২,০২৪ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫২,৫৩০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,২৫,৩০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৫৯,৩০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

গতকালও দাম বেড়েছিল সোনার। এদিনও একই হারে দাম বাড়ল হলদে ধাতুর। এদিন আরও ৪০০ টাকা দামি হয়েছে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনা। গত দুই মাসে সর্বোচ্চ রয়েছে সোনার দাম। এদিন বেড়েছে রুপোর দামও। গত এক মাসে সর্বোচ্চ রয়েছে রুপোর দাম।

এদিন বিশ্ব বাজারে বেশ খানিকটা দাম বেড়েছে সোনার। দেশীয় বাজারে তার প্রতিফলনই দেখা গিয়েছে। এদিন আন্তর্জাতিক বাজারে এক ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১,৮০২.৩৫ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

শনিবার পড়ল টাইটান কোম্পানির শেয়ারের দর। এদিন টাইটান কোম্পানির শেয়ারের দাম রয়েছে ২,৪৭০ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ৭০ টাকা। আর পিসি জুয়েলারের শেয়ারের দাম রয়েছে ৬০.৪৫ টাকা।