Gold & Silver Price: রথে ধনবর্ষা! আজও কমল সোনার দাম, সামান্য পারদ চড়ল রুপোর

Gold Price: সোমবারের পর মঙ্গলবারও কমল হলুদ ধাতুর দাম। সামান্য হলেও দাম কমেছে সোনার। একইভাবে রুপোর দামও নিম্নমুখী। ফলে রথযাত্রার শুভ দিনে হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখে

Gold & Silver Price: রথে ধনবর্ষা! আজও কমল সোনার দাম, সামান্য পারদ চড়ল রুপোর
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 20, 2023 | 10:43 AM

কলকাতা: রথে ধনবর্ষা! আরও কমল সোনার দাম (Gold Price)। সপ্তাহের গোড়ায় সোমবারই সোনার দাম একধাক্কায় ৩০০ টাকা কমেছিল। মঙ্গলবার সেই নিম্নমুখী গ্রাফ বজায় রইল। খুব সামান্য হলেও হলুদ ধাতুর দামের পারদ-পতন হল। সপ্তাহান্তে যেখানে ২২ ক্য়ারেট ১০০ গ্রাম সোনার দাম ছিল ৫ লক্ষ ৫0 হাজার ৭০০ টাকা ছিল, সেখানে আজ ২২ ক্যারেট সোনার দাম কমে দাঁড়াল ৫ লক্ষ ৫০ হাজার টাকা। অর্থাৎ ৭০০ টাকা কমেছে। তবে দাম বেড়েছে রুপোর (Silver Price)। তবে খুবই সামান্য দাম বেড়েছে। ফলে সোনা ও রুপোর গয়না কেনার পরিকল্পনা থাকলে আজ, রথযাত্রার শুভ দিনে কিনে নিতে পারেন। দেখে নিন আজকের সোনা ও রুপোর দর…

আজ, মঙ্গলবার ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ৫,৫০০ টাকা। ২২ ক্যারেট ৮ গ্রাম সোনার দাম ৪৪ হাজার টাকা। ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৫ হাজার টাকা এবং ১০০ গ্রাম সোনার দাম ৫ লক্ষ ৫০ হাজার টাকা। অর্থাৎ গতকালের তুলনায় ১০০ গ্রাম সোনার দাম কমেছে ৭০০ টাকা।

২২ ক্যারেটের মতোই ২৪ ক্যারেটে ১০০ গ্রাম সোনার দামও এক ধাক্কায় ৭০০ টাকা কমেছে। আজ, ২৪ ক্যারেটে ১ গ্রাম সোনার দাম ৬ হাজার টাকা। একইভাবে ১০ গ্রাম সোনার দাম ৬০ হাজার টাকা এবং ৭০০ গ্রাম সোনার দাম ৬ লক্ষ টাকা।

অন্যদিকে, আজ ১ গ্রাম রুপোর দাম ৭৪ টাকা। সোমবারের তুলনায় ৫০ পয়সা দাম বেড়েছে। ১০ গ্রাম রুপোর দাম ৫ টাকা বেড়ে হয়েছে ৭৪০ টাকা। আর ১০০ গ্রাম রুপোর দাম ৭ হাজার ৪০০ টাকা এবং ১০০ গ্রাম রুপোর দাম দাঁড়িয়েছে ৭৪ হাজার টাকা। অর্থাৎ গতকালের তুলনায় এদিন ১০০ গ্রাম রুপোর দাম বেড়েছে ৫০০ টাকা।

গত কয়েকদিন ধরেই সোনার দাম ছিল নিম্নমুখী। সোমবার দাম অপরিবর্তিত থাকলেও এদিন রথযাত্রার দিন ফের দাম কমল সোনার। গৃহস্থদের অনেকেই রথযাত্রার দিনটিকে শুভ দিন মনে করে সংসারের শ্রীবৃদ্ধি-সূচক হিসাবে বাড়িতে সোনা কিনে আনেন। ফলে তাঁদের মুখে হাসি ফুটেছে। পাশাপাশি সোনার দাম কমায় ব্যবসা জমে উঠবে বলে আশাবাদী ব্যবসায়ীরা।