Israel Iran War: ইজরায়েল-ইরানের যুদ্ধ শেষের আগেই লাখপতি হতে চান? এখনই রয়েছে আয়ের সেই সুযোগ
Gold Amid Israel Iran War: তবে এই যুদ্ধের মাঝেও কিন্তু লাভ তুলতে পারে একাংশের বুদ্ধিমান বিনিয়োগকারীরা। জানেন কীভাবে? বিশেষজ্ঞরা বলছে, দুই দেশের যুদ্ধ আবহে হুহু করে চড়বে সোনার দাম।

নয়াদিল্লি: যুদ্ধে মেতেছে ইজরায়েল-ইরান। যেভাবে আঘাত-প্রত্যাঘাত চলছে, মধ্যপ্রাচ্যের আকাশে যে চিন্তার মেঘ জড়ো তা বোঝা খুব কঠিন নয়। ইতিমধ্যে ইজরায়েলের আয়রন ডোম ভেদ করে ঢুকতে শুরু করেছে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র। ভেঙে গিয়েছে তেল আভিভের সামরিক ঘাঁটি। গুঁড়িয়ে গিয়েছে তেহরানের একাধিক সামরিক ঘাঁটিও।
তবে এই যুদ্ধের মাঝেও কিন্তু লাভ তুলতে পারে একাংশের বুদ্ধিমান বিনিয়োগকারীরা। জানেন কীভাবে? বিশেষজ্ঞরা বলছে, দুই দেশের যুদ্ধ আবহে হুহু করে চড়বে সোনার দাম। ইতিমধ্যেই MCX-এ ,সোনার দাম পেরিয়ে গিয়েছে ১ লক্ষের গন্ডি। তাই এটাকেই কেনার মোক্ষম সময় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ, তাদের অনুমান, দাম আরও চড়বে।
বিজনেস টুডে-কে এসএস ওয়েল্থস্ট্রিটের প্রতিষ্ঠাতা সুগন্ধা সচদেব জানিয়েছেন, ‘বিশ্ব জুড়ে সংঘাতের আবহ বৃদ্ধি পেয়েই চলেছে। উত্তেজনাও ক্রমবর্ধমান। এই পরিস্থিতিতে আশা করা যেতে পারে, আগামী কয়েক মাস উত্তেজনা বজায় থাকলে সোনার দাম কমপক্ষে ৫০ হাজার টাকা বৃদ্ধি পাবে।’
তবে এটা কি সোনা কেনার মোক্ষম সময়? এই প্রশ্নের উত্তর কেউ কেউ দৃঢ় ভাবে এগিয়ে যাওয়ার পরামর্শ দিলেও, কিছু অংশের বিশেষজ্ঞদের দাবি, সোনার দাম বৃদ্ধির ব্যাপারটা এখনও জল্পনা সাপেক্ষ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন দগ্ধ হলেই অনেকের সেই অনুমান পূর্ণ হবে।
উল্লেখ্য, শনিবার এক ঝটকায় ২ হাজার টাকা দাম বেড়েছে ২৪ ক্যারেট সোনার। গতকাল পর্যন্ত ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ছিল ৯৭ হাজার ৬০০ টাকা। যা এদিন বেড়ে হয়ে যায় ৯৯ হাজার ৭০০ টাকা। একই ভাবে দাম বেড়েছে ২২ ক্যারেট সোনারও। এদিন এক ধাক্কায় ১ হাজার ৯৫০ টাকা বেড়ে ৯৮ হাজার ৭৫০ টাকায় পৌঁছে গিয়েছে এই সোনা।





