Gold Price Today: নভেম্বর মাস জুড়েই বিয়ে! বাজেটেই সোনার গহনা কিনবেন কীভাবে জানেন?

ঈপ্সা চ্যাটার্জী |

Nov 04, 2024 | 9:22 AM

Gold-Silver Rate: নভেম্বর-ডিসেম্বর মাস জুড়ে প্রচুর বিয়ের তারিখ রয়েছে। আর বিয়ে মানেই তো সোনার গহনা। তবে যা অগ্নিমূল্য সোনা, তাতে মধ্যবিত্তের পকেটে টান পড়ছে।

Gold Price Today: নভেম্বর মাস জুড়েই বিয়ে! বাজেটেই সোনার গহনা কিনবেন কীভাবে জানেন?
সোনার কেনাকাটি।
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: এক মাস ধরে টানা উৎসবের আবহ চলল। দুর্গাপুজো, কালী পুজো, ভাইফোঁটা- সবই কেটে গেল। এবার সামনে বিয়ের মরশুম। নভেম্বর-ডিসেম্বর মাস জুড়ে প্রচুর বিয়ের তারিখ রয়েছে। আর বিয়ে মানেই তো সোনার গহনা। তবে যা অগ্নিমূল্য সোনা, তাতে মধ্যবিত্তের পকেটে টান পড়ছে। যারা কম বাজেটে সোনা কিনতে চান, তারা ২২ ক্যারেটের বদলে ১৮ ক্যারেটের সোনার গহনা কিনতে পারেন। আর এখন তো রুপোর গহনাও ট্রেন্ডে। তাই কেনাকাটা করে ফেলুন এখনই। তবে তার আগে সোনা-রুপোর দর কত রয়েছে, জেনে নিন-

২২ ক্যারেটের সোনার দাম-

আজ, ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭৩৬৯ টাকা। ১০ গ্রাম সোনা কিনতে খরচ হবে ৭৩ হাজার ৬৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দর রয়েছে ৭ লক্ষ ৩৬ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার।

২৪ ক্যারেটের সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৮ হাজার ৩৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৮০ হাজার ৩৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৮ লক্ষ ৩ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ হাজার ২৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬০ হাজার ২৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ২ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

রুপোর দাম-

সোনার পাশাপাশি আজ রুপোর দামও কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৯৬৯০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ৯৬ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

Next Article