Gold Price Today: আলোর উৎসবে নিজেকেও ঝলমলে করে তুলুন সোনা দিয়ে, আজ সস্তা হয়ে গেল হলুদ ধাতু, জানুন আপডেট

Gold-Silver Rate: আলোর উৎসবে মাতোয়ারা হবে সবাই। তবে শুধু বাড়িকেই তো আলোয় সাজিয়ে তুললে হবে না, নিজেকেও ঝলমলে রাখা চাই। আর সোনার থেকে ভাল অপশন আর কী হতে পারে। আপনারও যদি ধনতেরাস বা দীপাবলিতে সোনার গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে আজ রয়েছে সুবর্ণ সুযোগ, কারণ আজ কিছুটা হলেও কমল সোনার দাম।

Gold Price Today: আলোর উৎসবে নিজেকেও ঝলমলে করে তুলুন সোনা দিয়ে, আজ সস্তা হয়ে গেল হলুদ ধাতু, জানুন আপডেট
প্রতীকী চিত্রImage Credit source: Meta AI
Follow Us:
| Updated on: Oct 23, 2024 | 8:54 AM

কলকাতা: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। দুর্গাপুজো মিটতে না মিটতেই হাজির কালী পুজো। দিন কয়েক পরেই ধনতেরাস। তার পরেরদিনই দীপাবলি। আলোর উৎসবে মাতোয়ারা হবে সবাই। তবে শুধু বাড়িকেই তো আলোয় সাজিয়ে তুললে হবে না, নিজেকেও ঝলমলে রাখা চাই। আর সোনার থেকে ভাল অপশন আর কী হতে পারে। আপনারও যদি ধনতেরাস বা দীপাবলিতে সোনার গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে আজ রয়েছে সুবর্ণ সুযোগ, কারণ আজ কিছুটা হলেও কমল সোনার দাম। উল্টোদিকে বেড়েছে রুপোর দাম। আজকের সোনা-রুপোর দর কত রয়েছে, জেনে নিন-

২২ ক্যারেট সোনার দাম-

আজ, বুধবার ২২ ক্য়ারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭২৯৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৭২ হাজার ৯৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ২৯ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

২৪ ক্যারেট সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭৯৬৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭৯ হাজার ৬৩০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ৯৬ হাজার ৩০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

১৮ ক্য়ারেট সোনার দাম-

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫৯৭২ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৯ হাজার ৭২০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৯৭ হাজার ২০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

রুপোর দাম-

সোনার দাম কমলেও লাগাতার বাড়ছে রুপোর দাম। আজ ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ১০ হাজার ২১০ টাকা। ১ কেজি রুপো কিনতে খরচ পড়বে ১ লক্ষ ২ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।