Gold Price Drop: এ যেন ম্যাজিক! ৪ মাসে সবথেকে সস্তা সোনা, এখনও অপেক্ষা করবেন?

Gold Rate Today: একদিকে পড়শি দেশে সোনার চাহিদা কমেছে, তাই দামও কমছে। অন্যদিকে, ভারতে বাজেটে সোনা-রুপোর উপরে আমদানি শুল্কে ছাড় দেওয়ায়, এক ধাক্কায় অনেকটা দাম কমেছে সোনার।

Gold Price Drop: এ যেন ম্যাজিক! ৪ মাসে সবথেকে সস্তা সোনা, এখনও অপেক্ষা করবেন?
ফাইল চিত্রImage Credit source: Twitter

|

Jul 28, 2024 | 9:34 AM

কলকাতা: সোনা কে না ভালবাসেন। নারীর সৌন্দর্য্যের অংশই নয়, সম্পত্তিও বটে সোনার গহনা। বিপদের সময়ে বহুমূল্য সোনা বন্ধক রেখেও সাহায্য পাওয়া যায়। তাই সোনা বা সোনার গহনার গুরুত্ব কতটা, তা নতুন করে বলার কিছু নেই। তবে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের একটাই আক্ষেপ ছিল এতদিন, সোনার গহনার বড্ড দাম। এবার সেই দুঃখও ঘুচছে। হু হু করে কমছে সোনার দাম। বিগত ৪ মাসে সোনার দাম এত কমেনি কখনও। ৪ মাসে সর্বনিম্ন দাম সোনার।

বিশ্বে সবথেকে বেশি সোনার চাহিদা চিন ও ভারতেই। একদিকে পড়শি দেশে সোনার চাহিদা কমেছে, তাই দামও কমছে। অন্যদিকে, ভারতে বাজেটে সোনা-রুপোর উপরে আমদানি শুল্কে ছাড় দেওয়ায়, এক ধাক্কায় অনেকটা দাম কমেছে সোনার। বাজারের পরিসংখ্যান বলছে, বাজেটের পর প্রায় ৯ শতাংশ দাম কমেছে সোনার।

কলকাতায় বর্তমানে ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৩২৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৬৩ হাজার ২৫০ টাকা।

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৯০০ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৬৯ হাজার টাকা।

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫১৭৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫১ হাজার ৭৫০ টাকা।