AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Price Hike on Makar Sankranti: ধরাছোঁয়ার বাইরে সোনা, মকর সংক্রান্তিতে ১১ হাজার টাকা দাম! রুপোর দাম শুনে আঁতকে উঠবেন…

Gold-Silver Price Hike on 14 January 2026: রোজই অল্পবিস্তর বাড়ছিল হলুদ ধাতুর দর। তবে মকর সংক্রান্তির দিন বিরাট বড় ধাক্কা। একলাফে প্রায় ১১ হাজার বেড়ে গেল সোনার দাম। রুপোর দামও হু হু করে চড়ছে। একদিনেই ১৫ হাজার টাকা বেড়েছে রুপোর দাম।

Gold Price Hike on Makar Sankranti: ধরাছোঁয়ার বাইরে সোনা, মকর সংক্রান্তিতে ১১ হাজার টাকা দাম! রুপোর দাম শুনে আঁতকে উঠবেন...
ফাইল চিত্র।Image Credit: Freepik
| Updated on: Jan 14, 2026 | 2:37 PM
Share

কলকাতা: বছরের শুরু থেকেই ঊর্ধ্বমুখী সোনার দাম। রোজই অল্পবিস্তর বাড়ছিল হলুদ ধাতুর দর। তবে মকর সংক্রান্তির দিন বিরাট বড় ধাক্কা। একলাফে প্রায় ১১ হাজার বেড়ে গেল সোনার দাম। রুপোর দামও হু হু করে চড়ছে। একদিনেই ১৫ হাজার টাকা বেড়েছে রুপোর দাম। এখন যাদের সোনা বা রুপোর গহনা কেনার পরিকল্পনা রয়েছে, তাদের খরচ অনেকটাই বাড়বে। আজ সোনা ও রুপোর দাম কত রয়েছে, জেনে নিন-

২৪ ক্যারেট সোনার দাম-

আজ, বুধবার (১৪ জানুয়ারি) ২৪ ক্যারেটের সোনার দাম ১০ হাজার ৯০০ টাকা। ১ গ্রাম সোনার দাম পড়বে ১৪ হাজার ৩৬২ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ৬২০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১৪ লক্ষ ৩৬ হাজার ২০০ টাকা। একদিনেই ১০ হাজার ৯০০ টাকা। ১০ গ্রাম সোনার দাম একদিনেই ১ হাজার ৯০ টাকা বেড়েছে।

২২ ক্য়ারেট সোনার দাম-

২২ ক্য়ারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১৩ হাজার ১৬৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৬৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১৩ লক্ষ ১৬ হাজার ৫০০ টাকা। একদিনেই ১০ হাজার টাকা দাম বেড়েছে সোনার।

১৮ ক্যারেট সোনার দাম-

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১০ হাজার ৭৭২ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ৭ হাজার ৭২০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ১০ লক্ষ ৭৭ হাজার ২০০ টাকা। একদিনে ৮২০০ টাকা দাম বেড়েছে ১৮ ক্য়ারেট সোনার।

রুপোর দাম-

আজ সোনার দাম যেমন বেড়েছে, তেমনই রুপোর দামও অনেকটা বেড়েছে। আজ ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ২৯ হাজার টাকা। একদিনে ১৫০০ টাকা দাম বেড়েছে। ১ কেজি রুপোর দাম আজ বেড়েছে ২ লক্ষ ৯০ হাজার টাকা। একদিনে ১৫ হাজার টাকা দাম বেড়েছে।