Gold Price: লাফিয়ে-লাফিয়ে বাড়ছে সোনার দাম, আজ হলুদ ধাতুর দর কত দাঁড়াল?
Gold-Silver Price: পুজোর মরশুম প্রায় শেষ। এবার শুরু বিয়ের মরশুম। স্বাভাবিকভাবেই ফের ঊর্ধ্বমুখী সোনার দাম। গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় সোনার দাম সাড়ে ৩ হাজার টাকার বেশি বাড়ল। যা কন্যাদায়গ্রস্ত বাবাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তবে সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপোর দাম।
কলকাতা: আজ জগদ্ধাত্রী পুজো। বলা যায়, পুজোর মরশুম প্রায় শেষ। এবার শুরু বিয়ের মরশুম। স্বাভাবিকভাবেই ফের ঊর্ধ্বমুখী সোনার দাম (Gold Price)। গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় সোনার দাম সাড়ে ৩ হাজার টাকার বেশি বাড়ল। ফলে ২৪ ক্যারেট সোনার দাম পৌঁছে গেল ৬২ হাজারের কোটায়। ২২ ক্যারেট সোনার দামও পৌঁছে গিয়েছে ৫৭ হাজারের দোরগোড়ায়। বিয়ের মরশুমের শুরুতেই সোনার গয়নার দাম কন্যাদায়গ্রস্ত বাবাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
গত ১৫ নভেম্বরের পর থেকে অপরিবর্তিত ছিল সোনার দাম। সোমবার দাম কিছুটা কমে। কিন্তু, রাত পোহাতেই এক লাফে সোনার দাম অনেকটা উঠে গিয়েছে। এদিন কলকাতায় ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম উঠেছে ৫৬, ৮৫০ টাকায়, যা সোমবারের তুলনায় ৩৫০ টাকা বেশি। আবার এদিন ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম পৌঁছে গিয়েছে ৬২,০২০ টাকায়, যা সোমবারের তুলনায় ৩৮০ টাকা বেশি।
তবে সোনার দাম বাড়লেও গত দু-দিনের মতো এদিনও রুপোর দাম অপরিবর্তিত রয়েছে। গত রবি ও সোমবারের মতো এদিনও কলকাতায় ১ কেজি রুপোর দর রয়েছে ৭৬ হাজার টাকা। গত ৩০ অক্টোবর রুপোর সর্বোচ্চ দাম উঠেছিল ৭৫,৬০০ টাকা। অর্থাৎ অক্টোবরের শেষ থেকে এখনও পর্যন্ত রুপোর দাম কেজিতে ৪০০ টাকা বেড়েছে। বলা যায়, সোনার দামের তুলনায় রুপোর দামে খুব বেশি হেরফের ঘটেনি।