Gold Price Hike: ধনতেরাসে কুবের দেবতাকে সন্তুষ্ট করতে চান? সোনা-রুপোর লেটেস্ট দাম জেনেই দোকানে যান
Gold-Silver Rate: দীপাবলিতে যেমন অনেকে লক্ষ্মী-গণেশের পুজো করেন, তেমনই দীপাবলির আগের দিন কুবের দেবতাকে পুজো করেন। আর ধনতেরাস মানেই সোনা-রুপোর কেনাকাটি। এ বছরের ধনতেরাসে আপনারও যদি সোনা বা রুপোর গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে সোনা-রুপোর আজকের সর্বশেষ দাম কত রয়েছে, তা জেনে নিন।
কলকাতা: আর মাত্র ক’টা দিন। তারপরই দীপাবলি। দীপাবলিতে যেমন অনেকে লক্ষ্মী-গণেশের পুজো করেন, তেমনই দীপাবলির আগের দিন কুবের দেবতাকে পুজো করেন। আর ধনতেরাস মানেই সোনা-রুপোর কেনাকাটি। এ বছরের ধনতেরাসে আপনারও যদি সোনা বা রুপোর গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে সোনা-রুপোর আজকের সর্বশেষ দাম কত রয়েছে, তা জেনে নিন-
২২ ক্যারেটের সোনার দাম-
আজ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭৩০১ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭৩ হাজার ১০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ হবে ৭ লক্ষ ৩০ হাজার ১০০ টাকা। একদিনেই সোনার দাম ১০০ টাকা বেড়েছে।
২৪ ক্যারেটের সোনার দাম-
২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৯৬৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭৯ হাজার ৬৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ৭ লক্ষ ৯৬ হাজার ৫০০ টাকা। গতকালের তুলনায় আজ ১০০ টাকা সোনার দাম বেড়েছে।
১৮ ক্যারেটের সোনার দাম-
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৯৭৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৯ হাজার ৭৪০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ পড়বে ৫ লক্ষ ৯৭ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।
রুপোর দাম-
ধনতেরাসের আগে সোনার পাশাপাশি রুপোর দামও বেড়েছে। ১০০ গ্রাম রুপো কিনতে খরচ হবে ১০ হাজার ১১০ টাকা। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ১ লক্ষ ১ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।