AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

9 Carat Gold: ৩৭ হাজারে ১০ গ্রাম সোনা! ৯ ক্যারেটের সোনা কি কেনা উচিত?

Gold Price in India: ২৪ ক্যারেট সবথেকে বিশুদ্ধ সোনা হলেও, তা দিয়ে গহনা তৈরি করা যায় না। কারণ গহনা তৈরি করতে তাতে খাদ মেশাতেই হয়। এর জন্যই ২২ ক্যারেটের সোনা দিয়ে গহনা তৈরি করা হয়। ২২ ক্যারেটের সোনায় ৯১.৬ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে।

9 Carat Gold: ৩৭ হাজারে ১০ গ্রাম সোনা! ৯ ক্যারেটের সোনা কি কেনা উচিত?
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Oct 16, 2025 | 6:20 AM
Share

নয়া দিল্লি: সোনা এখন স্বপ্নই। হু হু করে বেড়ে চলেছে সোনার দাম। শুধু চলতি বছরেই ভারতীয় বাজারে সোনার দাম বেড়েছে ৬২ শতাংশ! এত দাম বাড়ায় স্বাভাবিকভাবেই মধ্যবিত্তের সাধ্যের বাইরে চলে গিয়েছে সোনা (Gold)।  ২২ ক্যারেটের ১০ গ্রামের গহনা কিনতে দেড় লাখ টাকা অন্তত খরচ করতে হবে। সবার কাছে এত বাজেট থাকে না। সোনার মূল্যবৃদ্ধিতে যেখানে গহনার বাজার খারাপ, বিক্রি-বাট্টা কমেছে অনেকটাই, সেখানে বিক্রি বাড়াতে দোকানিদের ভরসা হয়ে উঠছে কম ক্যারেটের সোনা।

সোনার গহনা বলতে আগে সবাই ২২ ক্যারেটের গহনাই বুঝতেন। তবে বিগত কয়েক বছরে যে হারে সোনার দাম বেড়েছে, তাতে অনেকেই ২২ ক্যারেটের বদলে ১৮ ক্যারেটের গহনা কিনছেন। তবে ১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনার দামও ৯৬ হাজারের গণ্ডি পার করেছে। এক বছর আগে ২২ ক্যারেটের সোনার দামও এর থেকে কম ছিল। আর এখানেই পরিত্রাতা হয়েছে কেন্দ্রীয় সরকারের এক সিদ্ধান্ত। ৯ ক্যারেটের সোনাতেও হলমার্ক অনুমোদিত হয়েছে।

ধনতেরাসে প্রতি বছর সোনার ব্যাপক কেনাকাটা হয়, কিন্তু এই বছর ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের সোনার দাম এতটাই বেড়েছে, যে গহনার বিক্রি অনেকটা কমেছে। যে গ্রাহকরা দোকানে যাচ্ছেন, তারাও হালকা ওজনের বা কম ক্যারেটের সোনার গহনা খুঁজছেন। চলতি বছরের জুলাই মাসে কেন্দ্রীয় সরকার ৯ ক্যারেটের সোনাতেও হলমার্ক বসানোর সিদ্ধান্ত নেয়। অর্থাৎ এখন ৯ ক্যারেটের সোনাও আসল সোনা হিসাবে গণ্য করা হবে। ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড হলমার্কিং সিস্টেমের অধীনে ৯ ক্যারেটের সোনা চলে এসেছে।

গ্রাহকদের বাজেটে গহনা আনতে ইতিমধ্যেই অধিকাংশ গহনার দোকানেই ৯ ক্যারেটের সোনা বিক্রি হচ্ছে। তবে অনেকের মনেই প্রশ্ন, ৯ ক্যারেটের সোনা কি আসল সোনা?  ক্যারেট হল সোনার বিশুদ্ধতার মাপকাঠি। ২৪ ক্যারেটের সোনা হল সবথেকে বিশুদ্ধ সোনা, যেখানে ৯৯.৯ শতাংশই খাঁটি সোনা। যত বিশুদ্ধতা কমবে, ততই ক্যারেট কমবে।

২৪ ক্যারেট সবথেকে বিশুদ্ধ সোনা হলেও, তা দিয়ে গহনা তৈরি করা যায় না। কারণ গহনা তৈরি করতে তাতে খাদ মেশাতেই হয়। এর জন্যই ২২ ক্যারেটের সোনা দিয়ে গহনা তৈরি করা হয়। ২২ ক্যারেটের সোনায় ৯১.৬ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ খাঁটি সোনা থাকে। ১৪ ক্যারেটের সোনায় ৫৮.৩ শতাংশ সোনা থাকে।

এর মধ্যে সবথেকে কম বিশুদ্ধ সোনা হল ৯ ক্যারেটের সোনা। ৯ ক্যারেটের সোনায় ৩৭.৫ শতাংশ সোনা থাকে। বাকি ৬২.৫ শতাংশ বিভিন্ন ধাতু থাকে, যেমন তামা, রুপো, জিঙ্ক বা দস্তা।

এবার প্রশ্ন হল, ৯ ক্যারেটের সোনা কি কেনা উচিত? যদি বাজেট কম থাকে, অথচ গহনা কিনতে চান, তাহলে ৯ ক্যারেটের সোনা কিনতেই পারেন। বর্তমানে যেখানে ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ১৮ হাজার টাকা, সেখানেই ৯ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৩৭ হাজার টাকা। অর্থাৎ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার গহনা কিনতেই যেখানে খরচ পড়বে ১২ থেকে ১৩ হাজার টাকা, সেখানে ৯ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম পড়বে ৪ থেকে ৫ হাজার টাকা। বিশাল ফারাক সোনার দামে।

ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট তথা এগজেকিউটিভ চেয়ারপার্সন আক্ষ্মা কম্বোজ বলেছেন যে কম ক্যারেটের সোনা মানে সস্তায় গহনা। অনেকেই বাজেটের মধ্যে গহনা কিনতে ১৮ ক্যারেট, ১৪ ক্যারেট বা ৯ ক্যারেটের সোনা কিনছেন। আবার ইনক্রেড মানি-র সিইও বিজয় কুপ্পা বলেছেন যে ৯ ক্যারেটের সোনায় বিশুদ্ধতা কম হলেও, এটা বরং অনেক বেশি টেকসই। যারা নিত্যদিনের ব্যবহারের জন্য সোনা কিনতে চান, তারা ১৪ ক্যারেট বা ৯ ক্যারেটের সোনা কিনতেই পারেন। এতে বাজেটে পছন্দমতো গহনাও পাবেন, আবার সেই গহনা টেকসই-ও হবে।

তবে কেউ যদি বিনিয়োগের কথা ভেবে, ৯ ক্যারেটের সোনা কিনতে চান, তাহলে বিশেষজ্ঞরা কিন্তু সতর্ক করেছেন। কারণ ৯ ক্যারেটের সোনায় বিশুদ্ধতা কম, তাই এর বাজারদরও কম। যদি বিনিয়োগের কথা ভেবে সোনা কিনতে চান, তাহলে ২২ ক্য়ারেট বা ২৪ ক্যারেটের সোনা কেনাই শ্রেয়। সেক্ষেত্রে ৯ ক্যারেটের সোনা কেনা উচিত নয়। যদি কেউ গহনা কেনা এবং ভবিষ্যতের বিনিয়োগ-দুইয়ের কথা ভেবেই সোনা কেনেন, তাহলে ২২ ক্যারেট বা ১৮ ক্য়ারেটের সোনা কেনা উচিত। যদি ফ্যাশনের জন্য গহনা কিনতে চান, তাহলে ১৪ ক্যারেট ও ৯ ক্যারেটের সোনা কেনা উচিত।