Gold Price Drop: ‘আকাশ’ থেকে সোনা পড়ছে… লোফার জন্য প্রস্তুত থাকুন

Gold Price Crash: শনি-রবিবারে যেখানে বিশ্ববাজারে সোনার দাম ৩০০০ ডলারের উপরে ছিল, তা এ দিন ভোর সাড়ে ৬টা নাগাদ ২৯৮০ ডলারে নেমে দাঁড়ায়। প্রায় ৮ শতাংশ পতন হয় সোনার দামে।

Gold Price Drop: আকাশ থেকে সোনা পড়ছে... লোফার জন্য প্রস্তুত থাকুন
সোনার দাম কমবে এবার।Image Credit source: He Xiaoxiao/VCG via Getty Images

|

Apr 07, 2025 | 10:57 AM

মুম্বই: ধস নেমেছে শেয়ার বাজারে। মাথায় হাত বিনিয়োগকারীদের। চোখের পলকে উবে গিয়েছে কোটি কোটি টাকা। তবে এই ধসের মাঝে আশা-ভরসা শুধু সোনা। যেখানে হলুদ ধাতু ৯০ হাজারের গণ্ডি পার করেছিল, তার দামে একধাক্কায় ৮ শতাংশ পতন হল। স্বাভাবিকভাবেই হুড়মুড়িয়ে কমবে গহনার দামও।

বিশ্ববাজারে হাহাকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে। তাঁর ট্যারিফ চাপানোর সিদ্ধান্তেই আমেরিকা থেকে শুরু করে জাপান, চিন, দক্ষিণ কোরিয়া, ভারতের শেয়ার বাজারে ভয়ঙ্কর ধস নেমেছে। এদিকে, অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, টালমাটাল এই পরিস্থিতিতে সোনার দাম কমতে পারে। ৬০-৬৫ হাজারে নেমে আসতে পারে সোনার দাম। অনেকেই এ কথায় বিশ্বাস করছিলেন না। তবে সোনার দাম যে কমবে, তার আভাস মিলল বিশ্ব বাজারে সোনার দামের পতনে।

শনি-রবিবারে যেখানে বিশ্ববাজারে সোনার দাম ৩০০০ ডলারের উপরে ছিল, তা এ দিন ভোর সাড়ে ৬টা নাগাদ ২৯৮০ ডলারে নেমে দাঁড়ায়। প্রায় ৮ শতাংশ পতন হয় সোনার দামে। পরে অবশ্য বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সোনার দামও চড়তে থাকে। সকাল ৮টা নাগাদ ৩০৫২ ডলার ছিল বিশ্ববাজারে সোনার দাম। সকাল ১০.৩০ নাগাদ সোনার দর ৩০৩০ ডলারে নেমে দাঁড়ায়।

সোনার দামে এই ওঠাপড়াই ইঙ্গিত দিচ্ছে সোনা সস্তা হতে চলেছে অনেকটাই। তাই পকেটে টাকা রেডি রাখুন, ঝুপ করে দাম পড়লেই কিনে ফেলতে পারবেন হলুদ ধাতু। আজ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৮ হাজার ৩০৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৮৩ হাজার ৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮ লক্ষ ৩০ হাজার ৯০০ টাকা।