Gold Price: ভাইফোঁটায় সোনার দোকানে ভিড়, হলুদ ধাতুর দাম কত দাঁড়াল?
Gold price: বাঙালির উৎসব মানেই কেনাকাটার মরশুম। ধনতেরাস-দীপাবলি কাটতে না কাটতে ভাইফোঁটা। দাদারা যেমন বোনকে উপহার দিতে গয়না কেনাকাটা করেন, আবার অনেক বোন দাদাদের পকেট কাটতে সোনার গয়নার দিকেই ঝোঁকে। ফলে আজ, বুধবার ভাইফোঁটার দিনেও সোনার বাজার বেশ চাঙ্গা বলা যায়।
কলকাতা: বাঙালির উৎসব মানেই কেনাকাটার মরশুম। সেই দুর্গাপুজো থেকে উৎসবের মরশুম, কেনাকাটা শুরু হয়েছে। দীপাবলি, ধনতেরাসকে তো স্বর্ণ উৎসবও বলা হয়। কেননা এই সময় সকলের মধ্যেই সোনা-রুপোর গয়না কেনার ঝোঁক বাড়ে। বিশ্বাস, ধনতেরাস ও দীপাবলি মরশুমে সোনা কিনলে সংসারের শ্রীবৃদ্ধি হয়। আবার ধনতেরাস-দীপাবলি কাটতে না কাটতে ভাইফোঁটা (Bhaiphota)। দাদারা যেমন বোনকে উপহার দিতে গয়না কেনাকাটা করেন, আবার অনেক বোন দাদাদের পকেট কাটতে সোনার গয়নার দিকেই ঝোঁকে। ফলে আজ, বুধবার ভাইফোঁটার দিনেও সোনার বাজার বেশ চাঙ্গা বলা যায়। তবে স্বস্তির খবর, এদিন সোনার দাম (Gold price) বাড়েনি। ফলে অনেকটাই স্বস্তিতে গ্রাহকেরা।
এদিন ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৫৫ হাজার ৫৫০ টাকা। অর্থাৎ মঙ্গলবারের দামের সঙ্গে কোনও হেরফের হয়নি। একইভাবে এদিন ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার গ্রাম ৬০ হাজার ৬০০ টাকা। মঙ্গলবারের মতো এদিন দাম অপরিবর্তিত রয়েছে।
সোনার গয়নার মতো এদিন রুপোর দামও অপরিবর্তিত রয়েছে। এদিন কলকাতায় ১ কেজি রুপোর গয়নার দাম ৭৩ হাজার টাকা। দিওয়ালিতে অর্থাৎ সোমবার শহরে ১ কেজি রুপোর দাম ছিল ৭২ হাজার ৪০০ টাকা। মঙ্গলবার সেই দাম বেশ কিছুটা বাড়ে। তবে ভাইফোঁটার দিন আর দাম বাড়েনি। এদিন একই দাম রয়েছে।