Gold Price Today: সোনার সুযোগ! লাগাতার তৃতীয় দিন দাম কমল সোনার

TV9 Bangla Digital | Edited By: Shubhendu Debnath

Feb 17, 2022 | 1:23 PM

Gold Price Today: এদিন কলকাতায় ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম এদিন ৪৩ টাকা কমে হয়েছে ৪,৯৯৭টাকা। এবং ৮ গ্রাম সোনার দাম ৩৪৪ টাকা কমে হয়েছে ৩৯,৯৭৬ টাকা।

Gold Price Today: সোনার সুযোগ! লাগাতার তৃতীয় দিন দাম কমল সোনার
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: লাগাতার তিন দিন ধরে কমছে সোনার দাম। এই অবস্থায় যদি আপনি আজ সোনা কেনার কথা ভেবে থাকেন, তাহলে আপনার কাছে রয়েছে সুবর্ণ সুযোগ। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে আজ সোনার দাম কমেছে ০.০৭ শতাংশ। অন্যদিকে রুপোর দাম কমেছে ০.৪২ শতাংশ। তবে কেডিয়া কমোডিটির ডিরেক্টর অজয় কেডিয়ার বক্তব্য, দেশে আব বিশ্বে মূল্যবৃদ্ধি বাড়ছে। এছাড়াও ইউক্রেন আর রাশিয়ার বিরুদ্ধে বড়ে চলা অশান্তির কারণে বিশ্বজুড়ে টেনশন বেড়েছে। এর ফলে সোনার দাম সমর্থন পেতে পারে আর এই বছর সোনার দাম প্রতি ১০ গ্রাম ৫৫ হাজার টাকা অঙ্ক ছুঁতে পারে। এপ্রিল মাসের সোনার দাম আজ ০.০৭ শতাংশ কমে প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ৪৯,৫৮২ টাকা, অন্যদিকে রুপোর দাম ০.৪২ শতাংশ কমে প্রতি কেজির দাম হয়েছে ৬৩,০৩১ টাকা।

কলকাতার সোনা-রুপোর দর

কলকাতাতেও আজ সোনার দাম কমেছে। এদিন কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪০ টাকা কমে হয়েছে ৪,৫৮০ টাকা। অন্যদিকে ৮ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৩২০ টাকা কমে হয়েছে ৩৬,৬৪০ টাকা। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম সোনা যথাক্রমে ৪০০ টাকা এবং ৪০০০ টাকা কমে ৪৫,৮০০ টাকা এবং ৪,৫৮,০০০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিন কলকাতায় ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম এদিন ৪৩ টাকা কমে হয়েছে ৪,৯৯৭টাকা। এবং ৮ গ্রাম সোনার দাম ৩৪৪ টাকা কমে হয়েছে ৩৯,৯৭৬ টাকা। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম যথাক্রমে ৪৩০ টাকা এবং ৪,৩০০ টাকা কমে হয়েছে ৪৯,৯৭০ টাকা এবং ৪,৯৯,৭০০ টাকা।

শেয়ার বাজারে সোনা-রুপোর দর

খবর লেখা পর্যন্ত সোনার দাম শেয়ার বাজারে বাড়তে দেখা যাচ্ছে। এদিন কমোডিটির (MCX) বাজারে এপ্রিল মাসের সোনার দাম ০.৪২ শতাংশ অর্থাৎ ২০৬.০০ টাকা বেড়ে হয়েছে ৪৯,৮২৪ টাকা। অন্যদিকে সোনার দাম বাড়লেও রুপোর দাম কমতে দেখা গেছে। এদিন মার্চ মাসের রুপোর দাম এদিন -০.০৩ শতাংশ অর্থাৎ ২০ টাকা কমে হয়েছে ৬৩,২৭৯ টাকা।

জুয়েলারি শেয়ার হালহকিকত

এদিন জুয়েলারি মার্কেটের শেয়ারে সোনার দাম কিছুটা বাড়তে দেখা গেছে। আজ টাইটান কোম্পানির শেয়ারের দাম ০.৮৪ শতাংশ বেড়ে হয়েছে ২,৫০৮.৭০ টাকা। রাজেশ এক্সপোর্টের শেয়ারের দাম ০.৪৫ শতাংশ বেড়ে হয়েছে ৮২৩.৬৫ টাকা। অন্যদিকে বৈভব গ্লোবালের শেয়ারের দাম -০.২৯ শতাংশ কমে হয়েছে ৪২৯.৯৫ টাকা। এছাড়াও কল্যাণ জুয়েলার্সের শেয়ারের দাম ০.০০ শতাংশ বেড়ে হয়েছে ৬৩.৫০ টাকা। এবং গোল্ডিয়াম ইন্টারের শেয়ারের দাম ১.৫৬ শতাংশ বেড়ে হয়েছে ৮৭৮.৯০ টাকা।

বিশ্বে সোনা-রুপোর বাজার

বৃহস্পতিবার বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে। পাশাপাশি কমেছে রুপোর দাম। এদিন বিশ্ববাজারে সোনার দাম ০.৩২ শতাংশ অর্থাৎ ৫.৯৯ ডলার বেড়ে প্রতি আউন্সের দাম হয়েছে ১,৮৭৫.৮৯ ডলার। অন্যদিকে রুপোর দাম -০.০৭ শতাংশ অর্থাৎ -০.০২ সেন্ট কমে হয়েছে ২৩.৫৪ ডলার প্রতি আউন্স।

আরও পড়ুন: Petrol Prices Today: বেশকিছু শহরে বদলালো পেট্রোল ডিজেলের দাম, জানুন আপনার শহরে জ্বালানি তেলের দর

Next Article