কলকাতা: লাগাতার সপ্তমদিন দাম বাড়ল সোনার। দাম বাড়ার কারণে আজ সোনা আরও এখবার রেকর্ড স্তরের কাছাকাছি পৌঁছতে শুরু করেছে। আজ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ০.৫৬ শতাংশ বেড়েছে। এপ্রিল মাসের সোনার দাম এদিন ৫০ হাজার টাকা ছাড়িয়েছে। মঙ্গলবার প্রতি ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫০,১৯৬ টাকা। অন্যদিকে আজ রুপোর দামও ০.৪৬ শতাংশ বেড়েছে। এদিন রুপোর দাম প্রতি কেজি ৬৪,৫২৯ টাকা দরে বিক্রি হচ্চে।
কলকাতার সোনা-রুপোর দর
কলকাতায় সোনার দাম আজ অনেকটাই বেড়েছে। এদিন কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫০ টাকা বেড়ে হয়েঠে ৪,৬৮০ টাকা। অন্যদিকে ৮ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪০০ টাকা বেড়ে হয়েছে ৩৭,৪৪০ টাকা। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম সোনা যথাক্রমে ৫০০ টাকা এবং ৫০০০ টাকা বেড়ে ৪৬,৮০০ টাকা এবং ৪,৬৮,০০০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিন কলকাতায় ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম এদিন ৫৪ টাকা বেড়ে হয়েছে ৫,১০৫ টাকা। এবং ৮ গ্রাম সোনার দাম ৪৩২ টাকা বেড়ে হয়েছে ৪০,৮৪০ টাকা। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম যথাক্রমে ৫৪০ টাকা এবং ৫,৪০০ টাকা বেড়ে হয়েছে ৫১,০৫০ টাকা এবং ৫,১০,৫০০ টাকা।
শেয়ার বাজারে সোনা-রুপোর দর
খবর লেখা পর্যন্ত সোনার দাম শেয়ার বাজারে আরও বাড়তে দেখা যাচ্ছে। এদিন কমোডিটির (MCX) বাজারে এপ্রিল মাসের সোনার দাম ০.৫৯ শতাংশ অর্থাৎ ২৯৪.০০ টাকা বেড়ে হয়েছে ৫০,২১০ টাকা। অন্যদিকে সোনার দাম বাড়লেও রুপোর দাম কমতে দেখা গেছে। এদিন মার্চ মাসের রুপোর দাম এদিন -০.১৮ শতাংশ অর্থাৎ ১১৩ টাকা কমে হয়েছে ৬৪,১২০ টাকা।
জুয়েলারি শেয়ার হালহকিকত
এদিন জুয়েলারি মার্কেটের শেয়ারে সোনার দাম কিছুটা বাড়তে কমতে দেখা গেছে। আজ টাইটান কোম্পানির শেয়ারের দাম ২.০৮ শতাংশ বেড়ে হয়েছে ২,৪৪৭.৩৫ টাকা। রাজেশ এক্সপোর্টের শেয়ারের দাম -১.৬১ শতাংশ কমে হয়েছে ৮০২.৪০ টাকা। অন্যদিকে বৈভব গ্লোবালের শেয়ারের দাম -১.১৮ শতাংশ কমে হয়েছে ৪২৪.০০ টাকা। এছাড়াও কল্যাণ জুয়েলার্সের শেয়ারের দাম ১.১২ শতাংশ বেড়ে হয়েছে ৬৩.৪৫ টাকা। এবং গোল্ডিয়াম ইন্টারের শেয়ারের দাম ০.২৮ শতাংশ বেড়ে হয়েছে ৭৯৯.৯৫ টাকা।
বিশ্বে সোনা-রুপোর বাজার
মঙ্গলবার বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে। পাশাপাশি কমেছে রুপোর দাম। এদিন বিশ্ববাজারে সোনার দাম ০.২৭ শতাংশ অর্থাৎ ৫.১১ ডলার বেড়ে প্রতি আউন্সের দাম হয়েছে ১,৮৭৬.৩৮ ডলার। অন্যদিকে রুপোর দাম -০.১৯ শতাংশ অর্থাৎ -০.০৪ সেন্ট কমে হয়েছে ২৩.৭৭ ডলার প্রতি আউন্স।
আরও পড়ুন: Petrol Price Today: সাত বছরের সর্বোচ্চ স্তরে ক্রুড অয়েল, জানুন পেট্রোল ডিজেলের দর