Gold Price Today: বৈশাখের আগেই কি ৬০ হাজারে নামবে সোনার দাম? আজকের রেট জানলে চমকে যাবেন…

ঈপ্সা চ্যাটার্জী |

Apr 07, 2025 | 8:58 AM

Gold-Silver Rate: বিশেষজ্ঞরা বলছেন, শীঘ্রই সোনার দামে ব্যাপক পতন হতে পারে। হুড়মুড়িয়ে দাম কমবে তখন। ৬০-৬৫ হাজার টাকাতেও নেমে আসতে পারে সোনার দাম।

Gold Price Today: বৈশাখের আগেই কি ৬০ হাজারে নামবে সোনার দাম? আজকের রেট জানলে চমকে যাবেন...
প্রতীকী চিত্র।
Image Credit source: Meta AI

Follow Us

কলকাতা: সোনার যা দাম, তাতে কেনা তো দূর, কল্পনা করতেও ভয় হচ্ছে মধ্যবিত্তের। তবে সামনেই বিয়ের মরশুম, সোনা না কিনলেই বা চলে কী করে। অনেকেই চান, তাদের সাধ্য মতো সোনার গহনা কিনতে বা উপহার দিতে। বাজারে এখন সোনার দাম চড়া হলেও, বিশেষজ্ঞরা বলছেন, শীঘ্রই সোনার দামে ব্যাপক পতন হতে পারে। হুড়মুড়িয়ে দাম কমবে তখন। ৬০-৬৫ হাজার টাকাতেও নেমে আসতে পারে সোনার দাম। ইতিমধ্যেই অল্প অল্প করে কমছে সোনার দাম। আজও সোনার দাম কমল বেশ কিছুটা।

২২ ক্যারেট সোনার দাম-

আজ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৮ হাজার ৩০৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৮৩ হাজার ৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮ লক্ষ ৩০ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার।

২৪ ক্যারেট সোনার দাম-

২৪ ক্যারেটের সোনার দামও আজ কমেছে। ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯ হাজার ৬৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯০ হাজার ৬৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৯ লক্ষ ৬ হাজার ৫০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ হাজার ৭৯৮ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৬৭ হাজার ৯৮০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৭৯ হাজার ৮০০ টাকা। ১০০ টাকা দাম কমেছে।

রুপোর দাম-

রুপোর দামও সামান্য কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৯ হাজার ৩৯০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ৯৩ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।