আবার ৭ হাজারের গণ্ডিতে কামব্যাক সোনার, দাম সস্তা থাকতে থাকতেই কিনে নিন, পরে নাহলে পস্তাবেন…

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 20, 2025 | 9:11 AM

Gold-Silver Rate: সোনা যতই পছন্দ হোক না কেন, ইচ্ছা থাকলেও অনেকে কিনতে পারে না দামের জন্য। জানুয়ারি মাস জুড়ে লাগাতার বেড়েছে সোনার দাম। তবে বিয়ের মরশুম শুরু হতেই সামান্য কমল সোনার দাম।

আবার ৭ হাজারের গণ্ডিতে কামব্যাক সোনার, দাম সস্তা থাকতে থাকতেই কিনে নিন, পরে নাহলে পস্তাবেন...
ফাইল চিত্র।
Image Credit source: Meta AI

Follow Us

কলকাতা: দেখতে দেখতে নতুন বছরে বিয়ের মরশুম শুরু হয়েই গেল। আর বিয়ে মানেই তো সোনার গহনা। পুরনো দিনের সাবেকি গহনার যেমন জনপ্রিয়তা রয়েছে, তেমনই আবার হাল ফ্যাশনের হালকা ওজনের সোনার গহনাও দারুণ পছন্দ অনেকের। তবে সোনা যতই পছন্দ হোক না কেন, ইচ্ছা থাকলেও অনেকে কিনতে পারে না দামের জন্য। জানুয়ারি মাস জুড়ে লাগাতার বেড়েছে সোনার দাম। তবে বিয়ের মরশুম শুরু হতেই সামান্য কমল সোনার দাম। আপনাদেরও যদি সোনার গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে সোনা-রুপোর আজকের দর কত রয়েছে, জেনে নিন-

২২ ক্যারেট সোনার দাম-

২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ হাজার ৪৩৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৪ হাজার ৩৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ৪৩ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার দাম।

২৪ ক্যারেট সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮ হাজার ১১০ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৮১ হাজার ১০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৮ লক্ষ ১১ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

১৮ ক্যারেট সোনার দাম-

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ হাজার ৮২ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬০ হাজার ৮৩০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ৬ লক্ষ ৮ হাজার ২০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

রুপোর দাম-

সোনার পাশাপাশি রুপোর দামও কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৯ হাজার ৬৪০ টাকা। ১ কেজি রুপো কিনতে খরচ হবে ৯৬ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

Next Article