কলকাতা: দুর্গাপুজোর আর মাত্র সপ্তাহ খানেক বাকি। শেষ মুহূর্তে শপিং পর্ব চলছে চুটিয়ে। এর মধ্যেই সুখবর। বেশ কয়েকদিন পর আজ আবার কমল সোনার দাম Gold Price)। পুজোর আগেই একটানা বাড়ছিল সোনা-রুপোর দাম। ফলে কেনা-কাটা করতে দু’বার ভাবতে হচ্ছিল। সেখানেই আজ কিছুটা স্বস্তি। সামান্য কমল সোনার দাম। পাশাপাশি কমেছে রুপোর দাম।
২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ হাজার ৫৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭০ হাজার ৫৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৭ লক্ষ ৫ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার।
আজ ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭৭০১ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৭ হাজার ১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ৭০ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।
১৮ ক্য়ারেটের সোনার দামও আজ কমেছে। ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৭৭৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৭ হাজার ৭৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৭৭ হাজার ৬০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।
সোনার পাশাপাশি রুপোর দামও কমেছে আজ। ১০০ গ্রাম রুপো কিনতে আজ খরচ হবে ৯৪৯০ টাকা। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ৯৪ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে রুপোর।