Gold Price Today: পুজোয় কেনাকাটা এবার জমিয়ে হবে, রাতারাতি কমল সোনার দাম, আজ দর কত?

ঈপ্সা চ্যাটার্জী |

Sep 27, 2024 | 9:28 AM

Gold-Silver Rate: পুজোর আগেই একটানা বাড়ছিল সোনা-রুপোর দাম। ফলে কেনা-কাটা করতে দু'বার ভাবতে হচ্ছিল। সেখানেই আজ কিছুটা স্বস্তি। সামান্য কমল সোনার দাম। পাশাপাশি কমেছে রুপোর দাম।

Gold Price Today: পুজোয় কেনাকাটা এবার জমিয়ে হবে, রাতারাতি কমল সোনার দাম, আজ দর কত?
প্রতীকী চিত্র।
Image Credit source: Meta AI

Follow Us

কলকাতা: দুর্গাপুজোর আর মাত্র সপ্তাহ খানেক বাকি। শেষ মুহূর্তে শপিং পর্ব চলছে চুটিয়ে। এর মধ্যেই সুখবর। বেশ কয়েকদিন পর আজ আবার কমল সোনার দাম Gold Price)। পুজোর আগেই একটানা বাড়ছিল সোনা-রুপোর দাম। ফলে কেনা-কাটা করতে দু’বার ভাবতে হচ্ছিল। সেখানেই আজ কিছুটা স্বস্তি। সামান্য কমল সোনার দাম। পাশাপাশি কমেছে রুপোর দাম।

২২ ক্যারেট সোনার দাম-

২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ হাজার ৫৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭০ হাজার ৫৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৭ লক্ষ ৫ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার।

২৪ ক্যারেটের সোনার দাম-

আজ ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭৭০১ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৭ হাজার ১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ৭০ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্য়ারেটের সোনার দামও আজ কমেছে। ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৭৭৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৭ হাজার ৭৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৭৭ হাজার ৬০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

রুপোর দাম-

সোনার পাশাপাশি রুপোর দামও কমেছে আজ। ১০০ গ্রাম রুপো কিনতে আজ খরচ হবে ৯৪৯০ টাকা। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ৯৪ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে রুপোর।

Next Article
BSNL-এর বড় সাফল্য, চিন্তায় ফেলে দিতে পারে মুকেশ অম্বানীদেরও!
সাবধান! Google Pay-তে এই কাজ করলেই বন্ধ হয়ে যাবে লেনদেন