Gold Price Today: পুজো যত এগোচ্ছে, ততই সস্তা হচ্ছে সোনা! এবার নিজেকে সাজান মন মতো
Gold-Silver Rate: এক ধাক্কায় ৪ হাজার টাকা কমেছিল সোনার দাম। আজ সপ্তাহের শুরুতেও সুখবর। আবার কমল সোনার দাম। সোনার পাশাপাশি কমেছে রুপোর দামও। লাগাতার সোনার দাম কমায় যেমন খুশি ক্রেতারা, তেমনই বিক্রিবাট্টা বাড়ায় স্বর্ণ ব্যবসায়ীরাও খুশি।
কলকাতা: গণেশ চতুর্থীতে মিলেছিল বাম্পার অফার। এক ধাক্কায় ৪ হাজার টাকা কমেছিল সোনার দাম। আজ সপ্তাহের শুরুতেও সুখবর। আবার কমল সোনার দাম। সোনার পাশাপাশি কমেছে রুপোর দামও। লাগাতার সোনার দাম কমায় যেমন খুশি ক্রেতারা, তেমনই বিক্রিবাট্টা বাড়ায় স্বর্ণ ব্যবসায়ীরাও খুশি। আপনারও যদি পুজোর মরশুমে সোনা বা রুপো কেনার পরিকল্পনা থাকে, তবে সোনা-রুপোর দর কত রয়েছে, জেনে নিন-
২২ ক্যারেট সোনার দাম-
আজ, সপ্তাহের শুরুতে ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৬৭৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৬ হাজার ৭৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৬৭ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।
২৪ ক্য়ারেট সোনার দাম-
২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭২৮৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭২ হাজার ৮৬০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ পড়বে ৭ লক্ষ ২৮ হাজার ৬০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।
১৮ ক্যারেট সোনার দাম-
১৮ ক্যারেট সোনার দামও আজ কমেছে। ১ গ্রাম সোনা কিনতে খরচ পড়বে ৫৪৬৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৪ হাজার ৬৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৫ লক্ষ ৪৬ হাজার ৫০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।
রুপোর দাম-
শুধু সোনা নয়, আজ দাম কমেছে রুপোরও। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৮৪৪০ টাকা। ১ কেজি রুপো কিনতে খরচ হবে ৮৪ হাজার ৪০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে।