কলকাতা: ডিসেম্বরের বিয়ের তারিখ শেষ। এবার জানুয়ারির পালা। নতুন বছরেও এক গুচ্ছ বিয়ের তারিখ রয়েছে। আর বিয়ের মরশুম মানেই তো নিমন্ত্রণ, কেনাকাটা। বিয়েতে সোনার গহনা তো লাগবেই। সামনেই যদি বিয়ে থাকে বা কাউকে উপহার দেওয়ার থাকে, তবে আজ দারুণ সুখবর রয়েছে। ডিসেম্বরে বিয়ের মরশুম শেষ হতেই কমে গেল সোনার দাম। রুপোর দামও কমেছে আজ। তাই আর দেরি কীসের, আজই সোনার দোকানে যান…
২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭ হাজার ১৩৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭১ হাজার ৩৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ৭ লক্ষ ১৩ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা কমেছে সোনার দাম।
২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭৭৮৮ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৭৭ হাজার ৮৮০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ৭৮ হাজার ৮০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৮৪১ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৮ হাজার ৪১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৫ লক্ষ ৮৪ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।
রুপোর দামও আজ কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৯২৪০ টাকা। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ৯২ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে রুপোর।