Gold Price Today: ১০ হাজারের বাজেটেই সোনার গহনা! অল্প অল্প করে রোজই কমছে সোনার দাম, পুজোয় নিজেকে সাজান মন ভরে

ঈপ্সা চ্যাটার্জী |

Sep 20, 2024 | 9:14 AM

Gold-Silver Rate: পুজোর আর মাত্র কয়েকদিন বাকি। আর পুজোর আগেই সুখবর। আবার সস্তা হল সোনা। পাশাপাশি কমেছে রুপোর দামও। পুজোয় যদি নিজেকে মন ভরে সাজানোর ইচ্ছা থাকে, তবে আজই সোনার দোকানে যান।

Gold Price Today: ১০ হাজারের বাজেটেই সোনার গহনা! অল্প অল্প করে রোজই কমছে সোনার দাম, পুজোয় নিজেকে সাজান মন ভরে
প্রতীকী চিত্র
Image Credit source: Meta AI

Follow Us

কলকাতা: বৃষ্টির ভ্রকূটি কাটিয়ে আকাশ জুড়ে শরতের মেঘ। পুজোর আর মাত্র কয়েকদিন বাকি। আর পুজোর আগেই সুখবর। আবার সস্তা হল সোনা। পাশাপাশি কমেছে রুপোর দামও। পুজোয় যদি নিজেকে মন ভরে সাজানোর ইচ্ছা থাকে, তবে আজই সোনার দোকানে যান। তবে তার আগে জেনে নিন আজ সোনা-রুপোর দাম কত রয়েছে-

২২ ক্যারেটের সোনার দাম-

আজ, শুক্রবার ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৮২৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৮ হাজার ২৪০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ হবে ৬ লক্ষ ৮২ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার।

২৪ ক্যারেটের সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৪৪৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৪ হাজার ৪৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ৪৪ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৫৮৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৫ হাজার ৮৩০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৫৮ হাজার ৩০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার।

রুপোর দাম-

সোনার পাশাপাশি রুপোর দামও কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৯ হাজার ৯০ টাকা। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ৯০ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে রুপোর।

Next Article
ইন্টারনেট ছাড়াই মোবাইলে চলবে ভিডিয়ো, TATA-র সঙ্গে যুক্ত সংস্থার বড় ‘ডিল’
Ratan Tata: আন্তর্জাতিক সংস্থার সঙ্গে চুক্তি করল রতন টাটার ১৫,৭৩,০০০ কোটির কোম্পানি, এবার করবে এই কাজ…