কলকাতা: সামনেই দুর্গা পুজো। শুধু দেবী বন্দনা নয়, পুজোর চারদিন নিজেকেও সাজিয়ে তোলেন সকলে। আর সোনার থেকে পরম বন্ধু আর কী হতে পারে নারীর! মাসের শেষেই সুখবর। ফের সস্তা হল সোনা। এই নিয়ে লাগাতার কয়েকদিন কমল সোনার দাম। তবে আজ, বুধবার সামান্য বেড়েছে রুপোর দাম। আপনার যদি সোনা বা রুপোর গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে এখনই সুবর্ণ সুযোগ। আজকের সোনার দর কত রয়েছে, জেনে নিন-
২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৬৫৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৬ হাজার ৫৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৬৫ হাজার ৯০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে।
২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭২৬৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭২ হাজার ৬৪০ টাকা। ১০০ গ্রাম ৭ লক্ষ ২৬ হাজার ৪০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে।
১৮ ক্যারেটের সোনার দামও কমেছে আজ। ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ হাজার ৪৪৮ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৪ হাজার ৪৮০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৪৪ হাজার ৮০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে।
সোনার দাম কমলেও, দাম বেড়েছে রুপোর। আজ ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৮৭১০ টাকা। ১ কেজি রুপোর দর রয়েছে ৮৭ হাজার ১০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম বেড়েছে।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)