Gold Price Today: রথ যাত্রার আগেই প্রসন্ন মা লক্ষ্মী, কমল সোনার দাম, আজ কত দর রুপোর?
Gold Price Today: আজ, সোমবার ৩০০ টাকা কমল সোনার দাম। সপ্তাহ শেষে যেখানে ২২ ক্য়ারেট ১০০ গ্রাম সোনার দাম ছিল ৫লক্ষ ৫১ হাজার টাকা ছিল, সেখানেই আজ ২২ ক্যারেট সোনার দাম কমে দাঁড়াল ৫ লক্ষ ৫০ হাজার ৭০০।

কলকাতা: সপ্তাহের শুরুতেই সুখবর। কমল সোনার দাম (Gold Price)। গত সপ্তাহ জুড়ে ক্রমাগত ওঠানামা করছিল সোনার দাম। কখনও পরপর দুইদিন কমেছিল সোনার দাম, কখনও আবার একধাক্কায় ৪ হাজার টাকা বেড়েছিল দাম। সপ্তাহ শেষে অপরিবর্তিত ছিল সোনার দাম। আজ, সোমবার ৩০০ টাকা কমল সোনার দাম। সপ্তাহ শেষে যেখানে ২২ ক্য়ারেট ১০০ গ্রাম সোনার দাম ছিল ৫লক্ষ ৫১ হাজার টাকা ছিল, সেখানেই আজ ২২ ক্যারেট সোনার দাম কমে দাঁড়াল ৫ লক্ষ ৫০ হাজার ৭০০। তবে অপরিবর্তিত রয়েছে রুপোর দাম। আপনার যদি সোনা বা রুপোর গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে বাজার দর কত রয়েছে, তা দেখে নিন-
১৯ জুন, সোমবার ২২ ক্যারেট সোনার দাম
২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম- ৫,৫০৭ টাকা
২২ ক্যারেট ৮ গ্রাম সোনার দাম- ৪৪,০৫৬ টাকা
২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম- ৫৫,০৭০ টাকা
২২ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম- ৫,৫০,৭০০ টাকা
১৯ জুন, সোমবার ২৪ ক্যারেট সোনার দাম
২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম-৬,০০৭ টাকা
২৪ ক্যারেট ৮ গ্রাম সোনার দাম- ৪৮,০৫৬ টাকা
২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম- ৬০,০৭০ টাকা
২৪ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম- ৬,০০,৭০০ টাকা
১৯ জুন, সোমবার রুপোর দাম
১ গ্রাম রুপোর দাম- ৭৩.৫০টাকা
৮ গ্রাম রুপোর দাম- ৫৮৮ টাকা
১০ গ্রাম রুপোর দাম- ৭৩৫ টাকা
১০০ গ্রাম রুপোর দাম- ৭,৩৫০ টাকা
১ কেজি রুপোর দাম- ৭৩,৫০০ টাকা
গোল্ড স্পটের দাম-
বিশ্ব বাজারে আজ সামান্য কমেছে স্পট গোল্ডের দাম। ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ১৯৫৪.৪৭ মার্কিন ডলার।