AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Price Today: চৈত্রের ধামাকা সেল সোনাতেও, মন মতো গহনা কিনতে যাওয়ার আগে আজকের দাম জেনে রাখুন

Gold-Silver Rate in Kolkata: আভাস মিলছে সোনার দাম কমার। তাও আবার ১-২ হাজার নয়, ৯০ হাজারের সোনা এক ধাক্কায় কমে যেতে পারে ৬০-৬২ হাজারে।

Gold Price Today: চৈত্রের ধামাকা সেল সোনাতেও, মন মতো গহনা কিনতে যাওয়ার আগে আজকের দাম জেনে রাখুন
প্রতীকী চিত্র।Image Credit: Meta AI
| Updated on: Apr 10, 2025 | 8:57 AM
Share

কলকাতা: বৈশাখ পড়লেই শুরু বিয়ের মরশুম। এই বৈশাখের অপেক্ষাতেই বসে অনেকে। আভাস মিলছে সোনার দাম কমার। তাও আবার ১-২ হাজার নয়, ৯০ হাজারের সোনা এক ধাক্কায় কমে যেতে পারে ৬০-৬২ হাজারে।  এই আশাতেই অনেকে বসে রয়েছেন। সোনার দাম কমলেই তারা কিনবেন। ইতিমধ্যেই নিম্নমুখী সোনার দাম। আজকের দর কত রয়েছে, জেনে নিন-

২২ ক্যারেট সোনার দাম-

আজ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৮ হাজার ২৯১ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৮২ হাজার ৯১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮ লক্ষ ২৯ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা বেড়েছে সোনার দাম।

২৪ ক্যারেটের সোনার দাম-

আজ ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৯ হাজার ৪৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৯০ হাজার ৪৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৯ লক্ষ ৪ হাজার ৫০০ টাকা। একদিনে ১০০ টাকা বেড়েছে সোনার দাম।

১৮ ক্যারেট সোনার দাম-

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬ হাজার ৭৮৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৭ হাজার ৮৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ৭৮ হাজার ৪০০ টাকা।  একদিনে ১০০ টাকা বেড়েছে সোনার দাম।

রুপোর দাম-

সোনার দাম সামান্য বাড়লেও, রুপোর দাম কমেছে আজ। ১০০ গ্রাম রুপোর দাম ৯ হাজার ২৯০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ৯২ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা রুপোর দাম কমেছে।