কলকাতা: পুজোর মুখেই নিম্নচাপের ভ্রূকুটি। ভাসছে বাংলা। তবে বাঙালির সবথেকে বড় উৎসব বলে কথা, সামান্য বৃষ্টিতে কি আর আটকাতে পারে। বৃষ্টি মাথায় করেই লোকজন শপিং করছেন চুটিয়ে। সোনার কেনাকাটার ক্ষেত্রেও চিত্রটা একই। পুজোর ঠিক আগে সোনার দাম চড়চড়িয়ে বাড়ছে। তবে তাতেও গহনাপ্রেমীদের আগ্রহ বা কেনাকাটায় ভাঁটা পড়েনি। চড়া দামেই গহনা কিনছেন লোকজন। আজ ফের বাড়ল সোনার দাম। তবে সামান্য করেছে রুপোর দাম। দুর্গাপুজো উপলক্ষে আপনারও যদি সোনা বা রুপোর গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে সোনা-রুপোর দর কত রয়েছে, জেনে নিন-
আজ, ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭০০১ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭০ হাজার ১০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ হবে ৭ লক্ষ ১০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম বেড়েছে সোনার।
২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৬৩৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৬ হাজার ৩৭০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ পড়বে ৭ লক্ষ ৬৩ হাজার ৭০০ টাকা। গতকালের তুলনায় আজ ১০০ টাকা দাম বেড়েছে।
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৭২৮ টাকা। ১০ গ্রাম সোনার দাম পড়বে ৫৭ হাজার ২৮০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৭২ হাজার ৮০০ টাকা। ১০০ টাকা দাম বেড়েছে ১৮ ক্যারেট সোনারও।
সোনার দাম বাড়লেও, সামান্য কমেছে রুপোর দাম। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৯২৮০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ৯২ হাজার ৮০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে রুপোর।