Gold Price Today: সোনার দামে হঠাৎ বড় পরিবর্তন, আজ সস্তা নাকি দামি হল সোনা? আপডেট জানুন

ঈপ্সা চ্যাটার্জী |

Sep 11, 2024 | 11:30 AM

Gold-Silver Rate: বিক্রিবাট্টাও ভালই হচ্ছিল সোনার দর কমার কারণে। কিন্তু আজ বাজার খুলতেই বড় ধাক্কা। একলাফে ৪ হাজার টাকারও বেশি দাম বাড়ল সোনার।

Gold Price Today: সোনার দামে হঠাৎ বড় পরিবর্তন, আজ সস্তা নাকি দামি হল সোনা? আপডেট জানুন
প্রতীকী চিত্র।
Image Credit source: Meta AI

Follow Us

কলকাতা: সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে লাগাতার কমছিল সোনার দাম। বিক্রিবাট্টাও ভালই হচ্ছিল সোনার দর কমার কারণে। কিন্তু আজ বাজার খুলতেই বড় ধাক্কা। একলাফে ৪ হাজার টাকারও বেশি দাম বাড়ল সোনার। শুধু সোনা নয়, দাম বেড়েছে রুপোরও। আপনার যদি সোনা-রুপো কেনার পরিকল্পনা থাকে, তবে আজকের দর কত রয়েছে, জেনে নিন-

২২ ক্য়ারেট সোনার দাম-

আজ, বুধবার ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৭১৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৭ হাজার ১৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৭১ হাজার ৫০০ টাকা। একদিনে ৩৮০০ টাকা সোনার দাম বেড়েছে।

২৪ ক্যারেট সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭৩২৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৩ হাজার ২৫০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ হবে ৭ লক্ষ ৩২ হাজার ৫০০ টাকা। একদিনে ৪১০০ টাকা বেড়েছে সোনার দাম।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের সোনার দামও আজ বেড়েছে। ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫৪৯৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৪ হাজার ৯৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৪৯ হাজার ৪০০ টাকা। একদিনে ৩১০০ টাকা দাম বেড়েছে।

রুপোর দাম-

শুধু সোনা নয়, আজ পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দাম। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৮৬৫০ টাকা। ১ কেজি রুপো কিনতে খরচ হবে ৮৬ হাজার ৫০০ টাকা। একদিনে ৫০০ টাকা দাম বেড়েছে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

 

Next Article