AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Price Today:সোনায় আগুন লেগেছে, ধনতেরাসের আগে থামবে যুদ্ধ?

Gold Price Hike: উৎসব মানেই তো কেনাকাটা। নতুন জামা-কাপড় থেকে শুরু করে গয়নাগাটি কেনাকাটি লেগেই থাকে। ধনতেরাসে সোনা-রুপো কেনা অত্য়ন্ত শুভ বলে মানা হয়। আপনারও যদি ধনতেরাসের আগে বা উৎসবের মরশুমের মাঝে গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে আজ সোনা-রুপোর দর কত রয়েছে, তা জেনে নিন।

Gold Price Today:সোনায় আগুন লেগেছে, ধনতেরাসের আগে থামবে যুদ্ধ?
চড়ছে সোনার দর।Image Credit: Twitter
| Edited By: | Updated on: Oct 25, 2023 | 11:46 AM
Share

কলকাতা: দেখতে দেখতেই শেষ হয়ে গেল দুর্গা পুজো। আজ একাদশী। আবারও ৩৬৫ দিনের অপেক্ষা। তবে উৎসবের মরশুম এখনও অনেক বাকি। সামনেই রয়েছে লক্ষ্মী পুজো, ধনতেরাস, কালী পুজো। আর উৎসব মানেই তো কেনাকাটা। নতুন জামা-কাপড় থেকে শুরু করে গয়নাগাটি কেনাকাটি লেগেই থাকে। ধনতেরাসে সোনা-রুপো কেনা অত্যন্ত শুভ বলে মানা হয়। আপনারও যদি ধনতেরাসের আগে বা উৎসবের মরশুমের মাঝে গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে আজ সোনা-রুপোর দর কত রয়েছে, তা জেনে নিন-

২৫ অক্টোবর: ২২ ক্যারেট সোনার দাম-

২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম– ৫৬৬৫ টাকা। গতকাল, দশমীতে ১ গ্রাম সোনার দাম ছিল ৫৬৫৫ টাকা। অর্থাৎ একদিনে ১০ টাকা দাম বেড়েছে।

২২ ক্যারেটের ৮ গ্রাম সোনার দাম– আজ ৮ গ্রাম সোনার দাম ৪৫ হাজার ৩২০ টাকা। গতকালের তুলনায় ৮০ টাকা দাম বেড়েছে সোনার দাম।

২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম–  ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৬ হাজার ৬৫০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা বেড়েছে সোনার দাম।

২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম– ২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৬৬ হাজার ৫০০ টাকা। গতকালের তুলনায় ১০০০ টাকা দাম বেড়েছে।

২৪ ক্যারেট সোনার দাম-

১ গ্রাম সোনার দাম– আজ ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬১৮০ টাকা। গতকালের তুলনায় ১১ টাকা দাম বেড়েছে।

৮ গ্রাম সোনার দাম– আজ ২৪ ক্যারেটের ৮ গ্রাম সোনার দাম রয়েছে ৪৯ হাজার ৪৪০ টাকা। গতকালের তুলনায় ৮৮ টাকা দাম বেড়েছে সোনার।

১০ গ্রাম সোনার দাম– আজ ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬১ হাজার ৮০০ টাকা। গতকালের তুলনায় ১১০ টাকা দাম বেড়েছে।

১০০ গ্রাম সোনার দাম– আজ ২৪ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম ৬ লক্ষ ১৮ হাজার টাকা। গতকালের তুলনায় ১১০০ টাকা দাম বৃদ্ধি পেয়েছে সোনার।

চলতি মাসের শুরু থেকে ইজরায়েল হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ায়, তার প্রভাব পড়েছে বিশ্ব বাজারে সোনার দামে। যুদ্ধের জেরে চড়চড়িয়ে বাড়ছে সোনার দাম।