কলকাতা: পুজো পুজো গন্ধ চারিদিকে। আর ২৭ দিন পরই বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গা পুজো। আর উৎসবের মরশুমে সবথেকে সুখবর হল সোনার দাম কমা। অগস্ট মাস থেকেই অল্প অল্প করে কমছে সোনার দাম। শুধু সোনাই নয়, পাশাপাশি রুপোরও দাম কমছে। উৎসবের মরশুমে অনেকেই গহনাগাটি কেনেন। তাদের জন্য এটাই সুবর্ণ সুযোগ। আজ সোনা-রুপোর দাম কত রয়েছে, জেনে নিন-
আজ, বৃহস্পতিবার ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৬৬৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৬ হাজার ৬৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৬৬ হাজা ৯০০ টাকা।
২৪ ক্য়ারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭২৭৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৭২ হাজার ৭৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ২৭ হাজার ৬০০ টাকা।
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৪৫৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৪ হাজার ৫৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৫ লক্ষ ৪৫ হাজার ৬০০ টাকা।
সোনার পাশাপাশি রুপোও সস্তা হয়েছে বিগত কয়েকদিনে। আজ ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৮৫০০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ৮৫ হাজার টাকা।