বছরের প্রথম রবিবারে শুধু জমিয়ে মাটন খেলেই হবে না, সোনার কেনাকাটাও সেরে ফেলতে হবে! কেন বলুন তো?
Gold Price Today: সামনে বিয়ের মরশুম। সোনার কেনাকাটা তো করতেই হবে। আজ, রবিবার কি সাধ্যের মধ্যে এল সোনার দাম?
কলকাতা: বছরের শুরুতেই বড় ধাক্কা দিয়েছে সোনার দাম। এক লাফে ৮ হাজার টাকা বেড়েছিল সোনার দাম। এদিকে সামনে বিয়ের মরশুম। সোনার কেনাকাটা তো করতেই হবে। আজ, রবিবার কি সাধ্যের মধ্যে এল সোনার দাম? ক্রেতাদের স্বস্তি জুগিয়ে আজ বাড়েনি সোনার দাম। দোকানে যাওয়ার আগে আজ সোনা-রুপোর দর কত রয়েছে, জেনে নিন-
২২ ক্যারেটের সোনার দাম-
আজ, ৫ জানুয়ারি ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭২১৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭২ হাজার ১৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ৭ লক্ষ ২১ হাজার ৫০০ টাকা। গতকালের তুলনায় আজ সোনার দাম বাড়েনি বা কমেনি।
২৪ ক্যারেটের সোনার দাম-
২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৮৭১ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭৮ হাজার ৭১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ৭ লক্ষ ৮৭ হাজার ১০০ টাকা। ২৪ ক্যারেটের সোনার দামও অপরিবর্তিত রয়েছে।
১৮ ক্যারেট সোনার দাম-
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫৯০৩ টাকা। ১০ গ্রাম ৫৯ হাজার ৩০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৯০ হাজার ৩০০ টাকা।
রুপোর দাম-
সোনার মতোই রুপোর দামও অপরিবর্তিত রয়েছে। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৯১৫০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ৯১ হাজার ৫০০ টাকা।