Gold Price: পরিস্থিতি শোচনীয়, অর্থবর্ষের শেষে কোথায় গিয়ে পৌঁছবে সোনার দাম?

Gold, Silver and Platinum Price: ২১ মার্চ এক ধাক্কায় অনেকটা বেড়েছিল সোনার দাম। তারপর সপ্তাহ ভর কিছুটা হলেও দাম কমছিল। তবে, ফের গত তিনদিন ধরে দামের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। পাল্লা দিয়ে বাড়ছে রুপোর দামও। একই ছবি দেখা যাচ্ছে আরেক মূল্যবান ধাতু, প্ল্যাটিনামের দামেও।

Gold Price: পরিস্থিতি শোচনীয়, অর্থবর্ষের শেষে কোথায় গিয়ে পৌঁছবে সোনার দাম?
প্রতীকী চিত্রImage Credit source: Facebook
Follow Us:
| Updated on: Mar 29, 2024 | 10:08 AM

কলকাতা: শেষ হতে চলেছে ২০২৩-২৪ অর্থবর্ষ। সামনেই লোকসভা নির্বাচন। এই অবস্থায় ফের চড়চড় করে বাড়ছে সোনার দাম। ২১ মার্চ এক ধাক্কায় অনেকটা বেড়েছিল সোনার দাম। তারপর সপ্তাহ ভর কিছুটা হলেও দাম কমছিল। তবে, ফের গত তিনদিন ধরে দামের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। পাল্লা দিয়ে বাড়ছে রুপোর দামও। একই ছবি দেখা যাচ্ছে আরেক মূল্যবান ধাতু, প্ল্যাটিনামের দামেও। শুক্রবার (২৯ মার্চ), কলকাতায় এই তিন দামী ধাতুর কোনটার কী দাম রয়েছে? আসুন দেখে নেওয়া যাক –

২২ ক্যারেটের সোনার দাম-

২৯ ফেব্রুয়ারি, অর্থাৎ এক মাস আগে ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৭,৫৯০ টাকা। আর একমাস পরে, আজ, সেই দাম গিয়ে ঠেকেছে ৬১,৭১০ টাকায়। বৃহস্পতিবারের তুলনায় প্রতি ১০ গ্রামে দাম বেড়েছে ১০ টাকা।

২৪ ক্য়ারেটের সোনার দাম-

একই ভাবে গতকালের তুলনায় ১০ টাকাই বেড়েছে ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দামও। ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম আজ, ৬৭,৩২০ টাকা। ঠিক এক মাস আগে দাম ছিল ৬২,৮৩০ টাকা।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনার দামও গতকালের তুলনায় ওই ১০ টাকাই বেড়েছে। এদিন ১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনা কিনতে গেলে খরচ হবে ৫০,৪৯০ টাকা।

রুপোর দাম-

গত একদিনে ১ কেজি রুপোর দাম বেড়েছে ১০০ টাকা। ১ কেজি রুপোর দাম এদিন রয়েছে ৭৭,৬০০ টাকা। একমাস আগে, অর্থাৎ, ২৯ ফেব্রুয়ারি ১ কেজি রুপোর দাম ছিল ৭৪,২০০ টাকা।

প্ল্যাটিনামের দাম-

এদিন দাম বেড়েছে প্ল্যাটিনামেরও। এদিন ১ গ্রাম প্ল্যাটিনামের দাম ২৭ টাকা বেড়ে হয়েছে ২,৪৩৩ টাকা। এক মাস, আগে ১ গ্রাম প্ল্যাটিনামের দাম ছিল ২,৩৪৫ টাকা। তবে, গত একমাসের মধ্যে প্ল্যাটিনামের দাম সর্বোচ্চ ছিল ১৪ মার্চ। ওই দিন ১ গ্রাম প্ল্যাটিনামের দাম ছিল ২,৪৯৮ টাকা।