AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold prices: লাফিয়ে লাফিয়ে দাম পড়ছে, সোনা কেনার এত ভাল সুযোগ আর পাবেন না…

Gold prices in Kolkata: যদি প্রিয়জনকে সোনা উপহার দিতে চান, বা সামনে যদি কোনও প্রিয়জনের বিয়ে থাকে এবং তাঁকে সোনা দিতে চান, অথবা, শুধুমাত্র ভবিষ্যতের লগ্নি হিসেবেও সোনা কিনতে চান, তবে এটাই সবথেকে ভাল সময়। আন্তর্জাতিক বাজারে কিন্তু, সোনার চাহিদা কমেনি। চলতি বছরের সোনার দাম বিশেষ কমবে না বলেই বছরের শুরুতে জানিয়েছিলেন আর্থির বিশেষজ্ঞরা।

Gold prices: লাফিয়ে লাফিয়ে দাম পড়ছে, সোনা কেনার এত ভাল সুযোগ আর পাবেন না...
প্রতীকী ছবিImage Credit: Pixabay
| Updated on: Feb 16, 2024 | 9:51 AM
Share

কলকাতা: লাফিয়ে লাফিয়ে দাম পড়ছে সোনার। পরিসংখ্যান বলছে, ৭ ফেব্রুয়ারির পর তেকে সোনার দাম আর বাড়েনি। বরং, প্রতিদিনই একটু একটু করে কমছে। বছরের শুরু থেকে ধরলে, ১ শতাংশেরও বেশি কমেছে সোনার দাম। শুক্রবার সকালেও বৃহস্পতিবারের তুলনায় দাম কমেছে হলুদ ধাতুর। তবে, সামান্য বেড়েছে অপর দুই মূল্যবান ধাতু, রুপো এবং প্ল্যাটিনামের দাম। যদি প্রিয়জনকে সোনা উপহার দিতে চান, বা সামনে যদি কোনও প্রিয়জনের বিয়ে থাকে এবং তাঁকে সোনা দিতে চান, অথবা, শুধুমাত্র ভবিষ্যতের লগ্নি হিসেবেও সোনা কিনতে চান, তবে এটাই সবথেকে ভাল সময়। আন্তর্জাতিক বাজারে কিন্তু, সোনার চাহিদা কমেনি। চলতি বছরের সোনার দাম বিশেষ কমবে না বলেই বছরের শুরুতে জানিয়েছিলেন আর্থির বিশেষজ্ঞরা। চলুন আর দেরি না করে, জেনে নেওয়া যাক, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি কলকাতা শহরে সোনা, রুপো এবং প্ল্যাটিনামের কী দর যাচ্ছে –

২২ ক্যারেটের সোনার দাম

এদিন কলকাতায় ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫,৬৮৯ টাকা। গতকাল ছিল ৫,৬৯০ টাকা। অর্থাৎ, ১টাকা কমেছে দাম।

২৪ ক্যারেটের সোনার দাম

২২ ক্যারেটের মতোই ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দামও ১ টাকাই কমেছে। শুক্রবার, ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম পড়বে ৬,২০৬ টাকা।

১৮ ক্যারেটের সোনার দাম

একইভাবে ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দামও ১ টাকা কমে হয়েছে ৪,৬৫৪ টাকা।

রুপোর দাম

গত কয়েক মাস ধরে, আন্তর্জাতিক বাজারে রুপোর দাম বেড়েছে। এর ফলে কলকাতাতেও রুপোর দাম কিছুটা বেড়েছে। বছরের শুরু থেকে, রূপার দাম প্রায় ৫ থেকে ৭ শতাংশ বেড়েছে। শুক্রবারও প্রতি গ্রাম রুপোর দাম ১০ পয়সা বেড়েছে। এদিন কলকাতায় ১ গ্রাম রুপোর দাম পড়বে ৭৪.৬ টাকা।

প্ল্যাটিনামের দাম

রুপোর মতো দাম বেড়েছে প্ল্যাটিনামেরও। শুক্রবার কলকাতায় ১ গ্রাম প্ল্যাটিনামের দাম পড়বে ২,৩৮৮ টাকা। গতকাল ১ গ্রাম প্ল্যাটিনামের দাম ছিল ২,৩৬৯ টাকা। কাজেই গতকালের তুলনায় প্ল্যাটিনামের দাম বেড়েছে প্রতি গ্রামে ১৯ টাকা।