Gold Price on 1 September: মাসের প্রথম দিনেই বিরাট ধাক্কা, একদিনেই প্রায় ১০ হাজার টাকা বেড়ে গেল সোনার দাম!

Gold Silver Price inKolkata on 1 September, 2025: একধাক্কায় প্রায় ১০ হাজার টাকা দাম বেড়ে গেল সোনার। রুপোর দামও বেড়েছে বেশ অনেকটা। উৎসবের মরশুমে যাদের সোনার গহনা কেনার পরিকল্পনা রয়েছে, তাদের জন্য খরচ বাড়বে অনেকটাই।

Gold Price on 1 September: মাসের প্রথম দিনেই বিরাট ধাক্কা, একদিনেই প্রায় ১০ হাজার টাকা বেড়ে গেল সোনার দাম!
প্রতীকী চিত্র।Image Credit source: Meta AI

|

Sep 01, 2025 | 1:09 PM

কলকাতা: সেপ্টেম্বর মাসের শুরুতেই সোনার দামে বিরাট পরিবর্তন। একধাক্কায় প্রায় ১০ হাজার টাকা দাম বেড়ে গেল সোনার। রুপোর দামও বেড়েছে বেশ অনেকটা। উৎসবের মরশুমে যাদের সোনার গহনা কেনার পরিকল্পনা রয়েছে, তাদের জন্য খরচ বাড়বে অনেকটাই। সোনা বা রুপোর দাম কত রয়েছে, তা জেনে নিন দোকানে যাওয়ার আগে-

২৪ ক্যারেট সোনার দাম-  

আজ, ১ সেপ্টেম্বর ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১০ হাজার ৫৮৮ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ৫ হাজার ৮৮০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ১০ লক্ষ ৫৮ হাজার ৮০০ টাকা। একদিনে সোনার দাম বেড়েছে ৯ হাজার ৩০০ টাকা।

২২ ক্যারেট সোনার দাম-

২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৯ হাজার ৭০৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯৭ হাজার ৫০ টাকা। ১০০ গ্রাম ৯ লক্ষ ৭০ হাজার ৫০০ টাকা। একদিনে ৮৫০০ টাকা দাম বেড়েছে সোনার।

১৮ ক্যারেট সোনার দাম-

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭ হাজার ৯৪১ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭৯ হাজার ৪১০ টাকা। ১০০ গ্রাম সোনার রয়েছে ৭ লক্ষ ৯৪ হাজার ১০০ টাকা। একদিনে ৭০০০ টাকা দাম বেড়েছে।

রুপোর দাম-

১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ১২ হাজার ৬০০ টাকা। ১ কেজি রুপোর দাম পড়বে ১ লক্ষ ২৬ হাজার টাকা। একদিনে ১০০০ টাকা দাম বেড়েছে।