Gold Price on 31 August: রবিবারই সোনা কেনার সেরা দিন! আজ কত দর রয়েছে হলুদ ধাতুর, দেখে নিন
Gold Silver Price in Kolkata on 31 August, 2025: বর্তমানে সোনার দাম ঊর্ধ্বমুখী। লাগাতার বেড়েই চলেছে সোনার দাম। বিগত এক বছরেই প্রায় ৪৫ শতাংশ দাম বেড়েছে সোনার। বাড়ছে রুপোর দামও।

কলকাতা: নারীর সৌন্দর্য্য যেন কয়েকগুণ বাড়িয়ে তোলে সোনার গহনা। আর সোনা শুধুমাত্র গহনা নয়, ভবিষ্যতের জন্য একটা বিনিয়োগও, যা ক্রমে বেড়ে চলে। বর্তমানে সোনার দাম ঊর্ধ্বমুখী। লাগাতার বেড়েই চলেছে সোনার দাম। বিগত এক বছরেই প্রায় ৪৫ শতাংশ দাম বেড়েছে সোনার। বাড়ছে রুপোর দামও। এই অবস্থায় গহনা কিনতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে মধ্যবিত্তদের। তবে, আজ ছুটির দিনে কিছুটা হলেও স্বস্তি মিলল সোনার দামে, কারণ রবিবার অপরিবর্তিত রয়েছে সোনার দাম। গহনা কেনার পরিকল্পনা থাকলে আজ সোনা-রুপোর দর কত রয়েছে, জেনে নিন-
২৪ ক্যারেট সোনার দাম-
আজ, ৩১ অগস্ট ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১০ হাজার ৪৯৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম পড়বে ১ লক্ষ ৪ হাজার ৯৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ১০ লক্ষ ৪৯ হাজার ৫০০ টাকা।
২২ ক্যারেট সোনার দাম-
আজ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৯ হাজার ৬২০ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৯৬ হাজার ২০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৯ লক্ষ ৬২ হাজার টাকা।
১৮ ক্যারেট সোনার দাম-
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ হাজার ৮৭১ টাকা। ১০ গ্রাম সোনার ৭৮ হাজার ৭১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ৮৭ হাজার ১০০ টাকা।
রুপোর দাম-
আজ রুপোর দামও অপরিবর্তিত রয়েছে। ১০০ গ্রাম রুপোর দাম ১২ হাজার ১০০ টাকা। ১ কেজি রুপোর দাম ১ লক্ষ ২১ হাজার টাকা।
