Gold Price on 6 September: পাকা সোনা লাখ টাকা পার! কলকাতায় আবার বাড়ল সোনার দাম, আজ গহনা কিনতে খরচ কত পড়বে, দেখে নিন

Gold Silver Price in Kolkata on 6 September, 2025: মাঝে একদিন সোনার দাম সামান্য কমলেও, আজ ৬ সেপ্টেম্বর ফের বাড়ল  সোনার দাম। তবে সামান্য কমেছে রুপোর দাম। আপনারও যদি সোনা বা রুপো কেনার পরিকল্পনা থাকে, তবে কত দাম পড়বে, তা জেনে নিন।

Gold Price on 6 September: পাকা সোনা লাখ টাকা পার! কলকাতায় আবার বাড়ল সোনার দাম, আজ গহনা কিনতে খরচ কত পড়বে, দেখে নিন
প্রতীকী চিত্র।Image Credit source: Meta AI

|

Sep 06, 2025 | 9:14 AM

কলকাতা: পুজো যত এগিয়ে আসছে, ততই যেন সোনার দাম বেড়ে চলেছে। মাঝে একদিন সোনার দাম সামান্য কমলেও, আজ ৬ সেপ্টেম্বর ফের বাড়ল  সোনার দাম (Gold Price)। তবে সামান্য কমেছে রুপোর দাম। দুর্গাপুজোতেও এবার ট্রেন্ডিং রুপোর গহনা। তাই অনেকেই সোনা ছেড়ে এবার রুপোর গহনার দিকে বেশি ঝুঁকেছেন। আপনারও যদি সোনা বা রুপো কেনার পরিকল্পনা থাকে, তবে কত দাম পড়বে, তা জেনে নিন-

২৪ ক্যারেটের সোনার দাম-

আজ, ৬ সেপ্টেম্বর ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১০ হাজার ৭৬৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ৭ হাজার ৬৩০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ১০ লক্ষ ৭৬ হাজার ৩০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে সোনার।

২২ ক্য়ারেট সোনার দাম-

২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯ হাজার ৮৬৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৯৮ হাজার ৬৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৯ লক্ষ ৮৬ হাজার ৬০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।

১৮ ক্যারেট সোনার দাম-

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮ হাজার ৭৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৮০ হাজার ৭২০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৮ লক্ষ ৭ হাজার ৩০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।

রুপোর দাম-

সোনার দাম বাড়লেও, সস্তা হয়েছে রুপো। ১০০ গ্রাম রুপোর দাম ১২ হাজার ৫৯০ টাকা। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ১ লক্ষ ২৫ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে রুপোর।