Gold Price on 5 September 2025: একদিনেই ৭ হাজার বাড়ল! লাখের গণ্ডি ছুঁইছুঁই ২২ ক্যারেটের সোনাও, আজ কত দাম?
Gold Silver Price in Kolkata on 05 September, 2025: একধাক্কায় আজ ৭ হাজার টাকারও বেশি দাম বাড়ল সোনার (Gold Price)। তবে দাম কমেছে রুপোও। মধ্যবিত্তের নাগালের মধ্যে কিছুতেই আসছে না হলুদ ধাতু। তাও অনেকে পকেটে চাপ তৈরি করে সোনার গহনা কিনতে বাধ্য হচ্ছেন।

কলকাতা: মাত্র একদিনের স্বস্তি। আবার বাড়ল সোনার দাম। একধাক্কায় আজ ৭ হাজার টাকারও বেশি দাম বাড়ল সোনার (Gold Price)। তবে দাম কমেছে রুপোও। মধ্যবিত্তের নাগালের মধ্যে কিছুতেই আসছে না হলুদ ধাতু। তাও অনেকে পকেটে চাপ তৈরি করে সোনার গহনা কিনতে বাধ্য হচ্ছেন। আপনারও যদি সোনা বা রুপোর গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে কত দাম পড়বে আজ, জেনে নিন-
২৪ ক্যারেটের সোনার দাম-
আজ, ৫ সেপ্টেম্বর ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১০ হাজার ৭৬২ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ৭ হাজার ৬২০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ১০ লক্ষ ৭৬ হাজার ২০০ টাকা। একদিনে ৭৬০০ টাকা দাম বেড়েছে সোনার।
২২ ক্যারেট সোনার দাম-
২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯ হাজার ৮৬৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯৮ হাজার ৬৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৯ লক্ষ ৮৬ হাজার ৫০০ টাকা। একদিনে ৭ হাজার টাকা দাম বেড়েছে সোনার।
১৮ ক্যারেট সোনার দাম-
১৮ ক্যারেটের সোনার দাম আজ রয়েছে ৮ হাজার ৭২ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮০ হাজার ৭২০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৮ লক্ষ ৭ হাজার ২০০ টাকা। একদিনে ৫ হাজার ৮০০ টাকা সোনার দাম বেড়েছে।
রুপোর দাম-
সোনার দাম বাড়লেও, রুপোর দাম আজ কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ১২ হাজার ৬০০ টাকা। ১ কেজি রুপোর দাম ১ লক্ষ ২৬ হাজার টাকা। একদিনে ১০০০ টাকা দাম কমেছে রুপোর।
